সামনে এল ভারতের নতুন জার্সি, ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার জন্য মুখিয়ে হরমনপ্রীতরা
Last Updated:
ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা (বিসিসিআই) সচিব জয় শাহ এবং ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর ভারতের নতুন একদিনের জার্সি উন্মোচন করলেন। মুম্বইয়ের বিসিসিআইয়ের সদর দফতরে এই নতুন জার্সি প্রথমবার প্রকাশ্যে আনা হয়।
মুম্বই: ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা (বিসিসিআই) সচিব জয় শাহ এবং ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর ভারতের নতুন একদিনের জার্সি উন্মোচন করলেন। মুম্বইয়ের বিসিসিআইয়ের সদর দফতরে এই নতুন জার্সি প্রথমবার প্রকাশ্যে আনা হয়।
প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর থেকে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল। সেখানেই এই জার্সিতে দেখা যাবে ভারতীয় কন্যাদের।
জার্সি প্রকাশ্যে আসার পরেই নিজের খুশির কথা জানান ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ” জার্সি উন্মোচন করতে পেরে আমি গর্বিত এবং সম্মানিত বোধ করছি। আমরাই প্রথম দল যারা এই জার্সি পরে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামব। এই জার্সি দেখতে অত্যন্ত সুন্দর, এটা আমাদের সৌভাগ্য আমরা একদিনের ম্যাচ খেলার জন্য জার্সি পেয়েছি।’
প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর থেকে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল। সেখানেই এই জার্সিতে দেখা যাবে ভারতীয় কন্যাদের।
জার্সি প্রকাশ্যে আসার পরেই নিজের খুশির কথা জানান ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ” জার্সি উন্মোচন করতে পেরে আমি গর্বিত এবং সম্মানিত বোধ করছি। আমরাই প্রথম দল যারা এই জার্সি পরে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামব। এই জার্সি দেখতে অত্যন্ত সুন্দর, এটা আমাদের সৌভাগ্য আমরা একদিনের ম্যাচ খেলার জন্য জার্সি পেয়েছি।’
আরও পড়ুন: পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির বৈঠকে বাংলাদেশ ইস্যু? বড় সিদ্ধান্ত পাক বোর্ডের
ভারত ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ম্যাচের আয়োজন করেছে ডিসেম্বর মাসে। তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলা হবে। মূলত নভি মুম্বই এবং বদোদরাতেই ম্যাচগুলি খেলা হবে। এছাড়াও আয়ারল্যান্ডের বিরুদ্ধে জানুয়ারি মাসে তিনটি একদিনের ম্যাচ খেলা হবে রাজকোটে।
আরও পড়ুন: ‘আলাদিন’-কে বোতলবন্দি করে সিংহগর্জন ইস্টবেঙ্গলের, দুরন্ত গোল দিয়ামান্তাকোসের
ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের টি-২০ খেলা হবে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। ডিসেম্বরের ১৫, ১৭ এবং ১৯ তারিখে এই ম্যাচ গুলি খেলা হবে। অন্যদিকে, বদোদরাতে একদিনের ম্যাচ খেলা হবে ২২, ২৪ এবং ২৭ তারিখে।
এই সিরিজটি মূলত আইসিসি উমেন’স চ্যাম্পিয়নশিপের কোয়ালিফিকেশন হিসাবে ধরা হবে যা আগামী বছর ভারতে আসন্ন বিশ্বকাপের একটি যোগ্যতা নির্ণায়ক হিসাবে কাজ করবে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
November 29, 2024, 11:43 PM IST