যাত্রীসাথী অ্যাপেই এবার সরকারি বাসের টিকিট, বুকিং হবে ফেরি সার্ভিসেও! কী ভাবে করবেন? জানুন সঠিক নিয়ম Public Bus ticket booking can be with this Govt App Know how right way to book your tickets for Buses and boats - 24 Ghanta Bangla News

যাত্রীসাথী অ্যাপেই এবার সরকারি বাসের টিকিট, বুকিং হবে ফেরি সার্ভিসেও! কী ভাবে করবেন? জানুন সঠিক নিয়ম Public Bus ticket booking can be with this Govt App Know how right way to book your tickets for Buses and boats

0

Last Updated:

Yatri Sathi App: এবার ‘যাত্রীসাথী’ অ্যাপের মাধ্যমে সরকারি বাসের টিকিট কাটা যাবে। শুক্রবার পরিবহন দফতরের ময়দান তাঁবু থেকে নয়া এই পদ্ধতির সূচনা করলেন রাজ্যে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শুধু সরকারি বাসের টিকিট নয়, একইসঙ্গে কাটা যাবে জলপথ পরিবহনের ফেরি সার্ভিসেরও টিকিট।

'যাত্রীসাথী' অ্যাপের মাধ্যমে সরকারি বাসের টিকিট
‘যাত্রীসাথী’ অ্যাপের মাধ্যমে সরকারি বাসের টিকিট

কলকাতা: এবার ‘যাত্রীসাথী’ অ্যাপের মাধ্যমে সরকারি বাসের টিকিট কাটা যাবে। শুক্রবার পরিবহন দফতরের ময়দান তাঁবু থেকে নয়া এই পদ্ধতির সূচনা করলেন রাজ্যে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শুধু সরকারি বাসের টিকিট নয়, একইসঙ্গে কাটা যাবে জলপথ পরিবহনের ফেরি সার্ভিসেরও টিকিট।

এদিন উদ্বোধনের পাশাপাশি তিনি পরিবহন মন্ত্রী জানান, যাত্রীসাথী অ্যাপ অনেকটাই উন্নত হয়েছে আগের তুলনায়। এই অ্যাপের মাধ্যমে বহু মানুষ ট্যাক্সি বা অন্যান্য গাড়ি বুক করছে। বর্তমানে পাইলট প্রজেক্ট হিসেবে AC-39, AC- 50A, AC-37A, V-1, S-10, S-23A, AC-2, AC-43, AC-40, AC-23A, EB-12, S-66 এই ১২টি সরকারি বাসে চালু হচ্ছে।

যাত্রী সাথী অ্যাপে কী ভাবে কাটবেন টিকিট?

অ্যাপের মাধ্যমে টিকিট কাটার পর একটা কিউআর কোড মোবাইলে শো করবে। সেটা বাসে উঠে কন্ডাক্টরের মেশিনে দেখালে টিকিট বেরিয়ে আসবে।

একইসঙ্গে, নিউ টাউন মডেল এবার কলকাতায় হতে চলেছে। নিউটাউনে প্রতিটি বাস স্টপেজে এলইডি ডিসপ্লে বোর্ড আছে। সেখানে কোন বাস কতক্ষণ পর কোথায় আছে প্রতিটি বিষয়ে উল্লেখ থাকে। কলকাতার প্রতিটি বাস স্টপেজে সেই এলইডি ডিসপ্লে বোর্ড বসানোর কথা জানালেন পরিবহণ মন্ত্রী।

আরও পড়ুন: শীতের রাজকীয় আনন্দ পেতে বেড়াতে আসুন মহিষাদল রাজবাড়ি! খরচ কত? কী ভাবে যাবে সব জানুন এক ক্লিকে

আগামী তিন মাসের মধ্যে এই কাজ শেষ হবে। প্রতিটি বাসে বর্তমানে ভিএলটিডি বা জিপিএস সিস্টেম রয়েছে। যেটা সম্পূর্ণ যুক্ত থাকবে এই ডিসপ্লে বোর্ডের সঙ্গে। একইসঙ্গে তিনি যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে কোন বাস কোথায় রয়েছে কখন কোন বাস স্টপেজে দাঁড়াবে, সেটাও যুক্ত হয়ে যাবে।

আরও পড়ুন: আবহাওয়ার বিরাট হুঁশিয়ারি…! ৭৫ কিমি/ ঘণ্টা বেগে দমকা হাওয়া! ‘নতুন’ সিস্টেম নিয়ে বড় আপডেট দিল IMD, দুর্যোগ বাংলাতেও?

তবে বর্তমানে সরকারি বাস যুক্ত করা হলেও, আগামী দিন বেসরকারি বাসকেও এর আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী। সেক্ষেত্রে এদিন ময়দান তাঁবুতে বেসরকারি বাস সংগঠন গুলির সঙ্গে বৈঠক করেন পরিবহন মন্ত্রী এবং পরিবহন দপ্তরের প্রধান সচিব সৌমিত্র মোহন। ছিলেন এই প্রযুক্তির বাস্তবায়ন যাদের উপর রয়েছে সেই তথ্যপ্রযুক্তি সংস্থার কর্তারাও।

তবে যাত্রী হয়রানির কথা এদিন স্বীকার করলেন রাজ্যে পরিবহন মন্ত্রী। প্রচুর সরকারী বাস স্টপেজে না দাঁড়িয়ে বেরিয়ে যায়। চালক বা কন্ডাক্টার দাঁড়াতে চান না সেটাও স্বীকার করলেন তিনি। এটা নিয়ে তিনি নিগমের সঙ্গে কথা বলে সরকারি বাস চালকদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Yatri Sathi App: যাত্রীসাথী অ্যাপেই এবার সরকারি বাসের টিকিট, বুকিং হবে ফেরি সার্ভিসেও! কী ভাবে করবেন? জানুন সঠিক নিয়ম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed