Sougata Roy: ‘ঠিক বলেছেন ফিরহাদ হাকিম, এগুলো কী হচ্ছে?’, এবার বিস্ফোরক সৌগত রায় – Bengali News | After firhad hakim sougata roy raises question on role of police after kasba case
কলকাতা: আরজি করে ধর্ষণ-খুন কাণ্ডের পর এবার সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টা। কলকাতায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো উঠছেই, প্রশ্ন উঠছে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও। আর এবার শুধু আন্দোলনে বা স্লোগানে নয়, খোদ শাসক দলের নেতাদের মুখে শোনা যাচ্ছে পুলিশ প্রশাসনের সমালোচনা। সমালোচনা করেছেন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আর এবার পুলিশের কাজে বিরক্তি প্রকাশ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে পুলিশের সমালোচনা করতে শোনা গেল দমদমের সাংসদকে। কসবায় তৃণমূল কাউন্সিলক সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বক্তব্যের মাঝে সৌগত রায় বলেন, “পুলিশ কী করে? কলকাতা শহরে পিস্তল আসছে কীভাবে? বর্ডারে দেখার কোনও লোক নেই? পুলিশ কাউকে ধরতে পারে না?”
একই সঙ্গে আরজি কর কাণ্ডেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌগত রায়। কীভাবে একজন সিভিক ভলান্টিয়ার সবার অলক্ষ্যে চারতলায় উঠে গেল, সেই প্রশ্ন শোনা গেল সৌগতর মুখে। খোদ শাসক দলের সাংসদ মঞ্চ থেকে বললেন, “কেন একটি মেয়ের সঙ্গেও এটা হবে? কেন আমরা এগুলো আটকাতে পারি না?”
TV9 বাংলার মুখোমুখি হয়েও সৌগত রায় বলেন, “সুশান্ত ঘোষকেস গুলি করার চেষ্টা হয়েছে। এটা পুলিশের ব্যর্থতা। পুলিশ কাজ করতে পারছে না। বিহার থেকে কীভাবে আসতে পারে অস্ত্র। এটা খুবই খারাপ, দুঃখের, চিন্তার।”
এর আগে একই প্রশ্ন তুলেছিলেন ফিরহাদ হাকিম। কসবা-কাণ্ডের পর তিনি বলেন, “পুলিশকে বলব, অ্যাক্ট নাও। পুলিশ কোথায়?” মেয়রের মন্তব্যকে সমর্থন করেছেন সৌগত। তিনি বলেন, “পুলিশ ব্যর্থ। অন্তর্ঘাত কি না এসব মন্তব্য করব না। কিন্তু পুলিশ ব্যর্থ। ফিরহাদ হাকিম ঠিক বলেছেন।”