Kailash Gahlot joins BJP: 'চাপে নয়', বিজেপিতে আসার কারণ জানালেন কৈলাস গেহলত - Bengali News | Kailash Gahlot joins BJP a day after quitting Aam Aadmi Party - 24 Ghanta Bangla News

Kailash Gahlot joins BJP: ‘চাপে নয়’, বিজেপিতে আসার কারণ জানালেন কৈলাস গেহলত – Bengali News | Kailash Gahlot joins BJP a day after quitting Aam Aadmi Party

0

বিজেপিতে যোগ দিলেন কৈলাস গেহলত

নয়াদিল্লি: আম আদমি পার্টি ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে বিজেপিতে যোগ দিলেন কৈলাস গেহলত। গতকাল তিনি আপ ছাড়ার পর কেজরীবালের দল অভিযোগ করেছিল, বিজেপি কৈলাস গেহলতের উপর চাপ সৃষ্টি করছিল। সোমবার বিজেপিতে যোগ দিয়ে দিল্লির প্রাক্তন পরিবহণমন্ত্রী বললেন, কোনও চাপের জন্য আপ ছাড়েননি তিনি।

আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবালের ঘনিষ্ঠ নেতাদের একজন কৈলাস। তিনিই গতকাল আপ ছাড়েন। পদত্যাগপত্রে লেখেন, মানুষের সেবা করার চেয়ে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বড় হয়ে দেখা দিয়েছে আপ নেতাদের মধ্যে। যমুনা নদী পরিষ্কার-সহ আপ যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার বেশিরভাগ পূরণ হয়নি বলে তিনি অভিযোগ করেন।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী এমএল খট্টর ও হর্ষ মালহোত্রার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়ে কৈলাস গেহলত বলেন, “এটা আমার জন্য সহজ ধাপ ছিল না। অন্না হাজারের সময় থেকে আপের সঙ্গী আমি। বিধায়ক এবং মন্ত্রী হিসেবে দিল্লির জন্য কাজ করেছি।” এরপরই তিনি বলেন, “অনেকে ভাবতে পারেন, তৎক্ষণাৎ সিদ্ধান্তে বিজেপিতে যোগ দিয়েছি। কিংবা চাপে পড়ে। আমি তাঁদের বলতে চাই, কোনও চাপের মুখে বিজেপিতে যোগ দিইনি। অনেকে বলছেন, সিবিআই কিংবা ইডির চাপে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। চাপে পড়ে আমি কখনও কোনও সিদ্ধান্ত নিইনি।” প্রসঙ্গত, গতকাল আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেছিলেন, “ইডি ও আয়কর দফতর কৈলাস গেহলতের বাড়িতে একাধিকবার হানা দিয়েছে। তিনি আপ সরকারে পাঁচ বছর থেকেছেন। তাঁর বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে গিয়েছে বিজেপি। তাই বিজেপির সঙ্গে যাওয়া ছাড়া তাঁর কাছে কোনও পথ খোলা ছিল না।”

এই খবরটিও পড়ুন

এদিন কৈলাস গেহলত ফের বলেন, “মূল্যবোধের সঙ্গে সমঝোতা করেছে আপ। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা মানুষের প্রতি দায়বদ্ধতার থেকে বড় হয়ে উঠেছে।” আর কয়েকমাস পর দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে কৈলাস গেহলতের পদ্ম শিবিরে আসাকে ‘টার্নিং পয়েন্ট’ বললেন কেন্দ্রীয় মন্ত্রী এমএল খট্টর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed