House Collapsed: এন্টালির কনভেন্ট রোডে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি! মৃত ২, আটক বেশ কয়েকজন
Last Updated:
House Collapsed: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি! এন্টালির কনভেন্ট রোডে ভয়াবহ কাণ্ড! ঘটনাস্থলে মেয়র ফিরহাদ হাকিম।
কলকাতা: এন্টালির কনভেন্ট রোডে ভেঙে পড়ল বাড়ি। জানা গিয়েছে, এন্টালি থানার অন্তর্গত কনভেন্ট রোডে বিপজ্জনক একটি বাড়ি ভেঙে পড়েছে। ঘটনায় কমপক্ষে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাড়ির মধ্যে আরও ২-৩ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রবিবার রাতে শিয়ালদহ এন্টালি অঞ্চলের ওই বাড়িটি ভেঙে পরে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাড়িটি একটি কারখানার একাংশ। ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাড়িটি একটি অ্যাসিডের কারখানা ছিল এবং বিপজ্জনক বাড়ি। হঠাৎই রবিবার সন্ধ্যা নাগাদ ভেঙে পড়ে ওই কারখানার একাংশ। ভেঙে পড়ার সময় ভেতরে উপস্থিত এক কেয়ারটেকার ও নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়। শুরু হয়েছে উদ্ধার কাজ। ঘটনায় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
Kolkata,West Bengal
November 17, 2024, 11:42 PM IST