Bhatpara: কার্যত প্রতিষ্ঠিত অর্জুনের দাবি! ভাটপাড়া তৃণমূল নেতা খুনে গ্রেফতার মূল অভিযুক্ত - Bengali News | Bhatpara Main accused arrested in Bhatpara Trinamool leader's murder - 24 Ghanta Bangla News

Bhatpara: কার্যত প্রতিষ্ঠিত অর্জুনের দাবি! ভাটপাড়া তৃণমূল নেতা খুনে গ্রেফতার মূল অভিযুক্ত – Bengali News | Bhatpara Main accused arrested in Bhatpara Trinamool leader’s murder

0

উত্তর ২৪ পরগনা: নৈহাটিতে উপনির্বাচনের দিন ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার মূল অভিযুক্ত সুজল প্রসাদ। ঘটনার পাঁচ দিন পর গ্রেফতার মূল অভিযুক্ত। তদন্তে জানা গিয়েছে, দাদার খুনের বদলা নিতেই তৃণমূল নেতা অশোক সাউকে খুন করেছে সুজয়। সুজলের সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। জগদ্দল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বারুইপাড়া নামে একটি এলাকা থেকে সুজয়কে সোমবার গ্রেফতার করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। জড়িত আরও চার-পাঁচজন পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

১৩ নভেম্বর উপনির্বাচনের দিন ভাটপাড়ায় একটি চায়ের দোকানে প্রথমে বোমা মেরে, পরে গুলি করে খুন করা হয় অশোক সাউ নামে এক তৃণমূল নেতাকে। খুনের ঘটনার পর থেকে তৃণমূলের তরফ থেকে আঙুল তোলা হচ্ছিল বিজেপির দিকে। কিন্তু বিজেপি নেতা অর্জুন সিং প্রথম থেকেই অভিযোগ করছিলেন, ২০২১ সালের একটি খুনের মামলার বদলা নিতেই এই খুন। অশোক সাউ সেই খুনের ঘটনার সঙ্গে জড়িত ছিল। অর্জুন দাবি করেছেন, অশোক আকাশ নামে এক জনকে খুন করেছিলেন। আকাশের ভাইরাই এই খুনের সঙ্গে জড়িত বলে প্রথম থেকে দাবি করেছিলেন অর্জুন। কার্যত সেই একই দাবি করেছিলেন নিহত অশোকের পরিবারের সদস্যরাও। পুলিশি তদন্তে সেই বিষয়টিও স্পষ্ট হল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed