Cooperative society election: সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও সমবায় দখল তৃণমূলের, কোন 'জাদু'-তে হল সম্ভব? - Bengali News | TMC wins Cooperative society election with the help of independence candidates - 24 Ghanta Bangla News

Cooperative society election: সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও সমবায় দখল তৃণমূলের, কোন ‘জাদু’-তে হল সম্ভব? – Bengali News | TMC wins Cooperative society election with the help of independence candidates

0

তৃণমূলে যোগ দিলেন জয়ী নির্দল প্রার্থীরা

জলপাইগুড়ি: এককভাবে বোর্ড দখল হল না। নিতে হল নির্দলের সমর্থন। রাজ্যের পাঁচ জেলার ৬ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার আগে সমবায় সমিতির ফলে অস্বস্তি বাড়ল শাসক শিবিরে। জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত শারিয়াম সমবায় সমিতির ভোটে নির্দল প্রার্থীদের সমর্থন নিয়ে বোর্ড গঠন করল তৃণমূল।

রবিবার শারিয়াম কালীবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল। মোট ৯টি আসনে নির্বাচন হয়। তৃণমূল ও বিজেপি উভয় দল ৯টি আসনে প্রার্থী দেয়। সিপিএম ৫টি আসনে প্রার্থী দেয়। ৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন নির্দল প্রার্থীরা। মোট ভোটার ছিল ৩২৪ জন। ৯টি আসনের মধ্যে ৩টি সংরক্ষিত আসন ছিল।

এদিন দিনভর টানটান উত্তেজনার মধ্যে দিয়ে ভোট হয়। নির্বাচনে অশান্তি এড়াতে ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়। বিকেল পর্যন্ত চলে ভোট গ্রহণ। এরপর সন্ধ্যায় ফল ঘোষণা হয়। ফল ঘোষণার পর দেখা যায়, ৯টি আসনের মধ্যে তৃণমূল ৪টি,বিজেপি ৩টি আসন পেয়েছে। দুটি আসনে জয়ী হন নির্দল প্রার্থীরা। ফল দেখে হতাশ হয়ে পড়ে স্থানীয় শাসক শিবির।

এই খবরটিও পড়ুন

শেষে আসরে নামেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। রাতেই খগেশ্বর রায়ের হাত ধরে ২ নির্দল প্রার্থী তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের ঝুলিতে ৬ জন বিজয়ী প্রার্থী হয়ে যাওয়ায় বোর্ড গঠন করে শাসকদল।

খগেশ্বর রায় বলেন, “নির্দল প্রার্থীরা বুঝে যান বোর্ড যদি তৃণমূলের দখলে না থাকে, তাহলে উন্নয়নমূলক কাজ হবে না। তাই তাঁরা উন্নয়নের তাগিদে তৃণমূলে যোগ দিলেন।” তৃণমূলে যোগ দেওয়া নিয়ে নির্দল প্রার্থী পাষাণ সরকার ও বিকাশ রায় বলেন, “আমরা কেউ তৃণমূল করতাম না। কিন্তু আজ আমরা উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগদান করলাম। এখন বোর্ড আমরা পরিচালনা করব।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed