Madhyamik Exam 2025: মাধ্যমিকের রেজিস্ট্রেশন নিয়ে বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের, পরীক্ষার্থীরা বড় খবর জানুন - 24 Ghanta Bangla News

Madhyamik Exam 2025: মাধ্যমিকের রেজিস্ট্রেশন নিয়ে বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের, পরীক্ষার্থীরা বড় খবর জানুন

0

Last Updated:

Madhyamik Exam 2026: ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সেই বিজ্ঞপ্তি বলছে নবম শ্রেণির সকল ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন যাচাই, সংযোজন এবং সংশোধনের কথা।

মাধ্যমিক
মাধ্যমিক

কলকাতা: মাধ্যমিক পরীক্ষা নিয়ে বাড়তি সতর্কতা দরকার তো বটেই! সেটা শুধু সিলেবাসের ক্ষেত্রে নয়। এই পরীক্ষা থেকেই বোর্ডের পরীক্ষার সঙ্গে পরিচিত হয় স্কুলের পড়ুয়ারা, ফলে সামগ্রিক ভাবেই সচেতন থাকার গুরুত্ব রয়েছে। একবার যদি তা আত্মস্থ হয়ে যায়, পরের বোর্ডের পরীক্ষাগুলোয় আর কোনও অসুবিধা হয় না।

এই জায়গায় সবার আগে আসে রেজিস্ট্রেশনের কথা। কেন না, ওটা যদি ঠিক মতো না হয়, তাহলে বোর্ডের খাতায় নাম উঠবে না। নাম না উঠলে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে না। অ্যাডমিট কার্ড হাতে না পেলে মিলবে না পরীক্ষায় বসার অনুমতিও। অতএব, এই ব্যাপারে কড়া নজর দিতেই হয়।

নিয়ম মতো নবম শ্রেণিতেই মাধ্যমিক পরীক্ষার্থীদের এই রেজিস্ট্রেশনের কাজটা সেরে ফেলতে হয়। সম্প্রতি সেই নিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, বাংলায় বললে মধ্যশিক্ষা পর্ষদ এক বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিষয়ে এবার চোখ রাখা যাক।

আরও পড়ুন: ‘বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে!’ এবার ‘নাম’ বলে দিলেন সঞ্জয়! আরজি কর বিচারপর্বের শুরুতেই ‘বিস্ফোরণ’

ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সেই বিজ্ঞপ্তি বলছে নবম শ্রেণির সকল ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন যাচাই, সংযোজন এবং সংশোধনের কথা। অনেক সময়েই দেখা যায় যে অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর বিষয়ে ভুল তথ্য রয়েছে। তা যাতে না হয়, পরীক্ষা দেওয়া যাতে কোনও ভাবেই বিঘ্নিত না হয়, সেই জন্য়ই এবার এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরও পড়ুন: ঠোঁটে ঠোঁট মিশিয়ে চুমু…অক্ষয়ের সঙ্গে ‘টিপ টিপ বরসা পানি’র আগেই বেঁকে বসেন রবিনা! সেদিন যা ঘটে, চমকে ওঠে বলিউড

ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সেই বিজ্ঞপ্তি অনুসারে চলতি নভেম্বর মাস থেকেই মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন যাচাই, সংযোজন এবং সংশোধনের কাজ শুরু হয়ে গিয়েছে। সঠিক ভাবে বললে তা শুরু হয়েছে ১১ নভেম্বর, ২০২৪ তারিখ থেকে। এই কাজ চলবে ২০ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত। তবে সারা দিন ধরে নয়, শুধুমাত্র সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যেই তা করা যাবে।

এই প্রসঙ্গে বলে রাখা উচিত হবে যে এই রেজিস্ট্রেশন যাচাই, সংযোজন এবং সংশোধনের কাজ চলছে অনলাইনে। তার জন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, যেতে হবে www.wbbsedata.com অ্যাড্রেসে। এখানেই তাদের রেজিস্টার করা যাবতীয় তথ্য ভেরিফিকেশন, এডিট আর ডাউনলোডের কাজ করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদ সব বিদ্যালয়কেই পরীক্ষার্থীদের রেজিস্টার করা তথ্য রিভিউ, ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছে। দরকারে তা এডিট করার কথাও বলা হয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Madhyamik Exam 2025: মাধ্যমিকের রেজিস্ট্রেশন নিয়ে বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের, পরীক্ষার্থীরা বড় খবর জানুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed