ICC Champions Trophy 2025: ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি হবেই না… টালমাটাল পরিস্থিতিতে জোর গলায় দাবি প্রাক্তনীর – Bengali News | Champions Trophy cannot happen without India, says Aakash Chopra after BCCI confirms not going to Pakistan
সেখানেই থেমে থাকেননি আকাশ। তিনি আরও বলেন, ‘পিসিবি ভালো করেই জানে, একবার যখন ভারত সরকার টিম ইন্ডিয়াকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি, তা হলে টিম যাবে না। আর ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে না। এটাই বাস্তব।’