Bankura News: ফুটবল নিয়ে সিরিয়াস বাঁকুড়া! আন্ত জেলা প্রতিযোগিতার জন্য চলছে জোর কদমে প্রশিক্ষণ - 24 Ghanta Bangla News

Bankura News: ফুটবল নিয়ে সিরিয়াস বাঁকুড়া! আন্ত জেলা প্রতিযোগিতার জন্য চলছে জোর কদমে প্রশিক্ষণ

0

Last Updated:

Bankura News: প্রতিভার সন্ধানে বাঁকুড়া। ভারত যেমন দ্রুতগতিতে এগিয়ে চলেছে বিভিন্ন ক্ষেত্রে, ঠিক তেমনভাবেই ক্রীড়া ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে হচ্ছে উন্নতি। বাঁকুড়া জেলাতেও সেই কারণে প্রতিভার খোঁজ চলছে।

X

ফুটবল

ফুটবল মাঠের চিত্র

বাঁকুড়া: প্রতিভার সন্ধানে বাঁকুড়া। ভারত যেমন দ্রুতগতিতে এগিয়ে চলেছে বিভিন্ন ক্ষেত্রে, ঠিক তেমনভাবেই ক্রীড়া ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে হচ্ছে উন্নতি। বাঁকুড়া জেলাতেও সেই কারণে প্রতিভার খোঁজ চলছে। চলছে পরবর্তীকালের “ফুটবল হিরো” খোঁজার লড়াই। স্পোর্টসে একটা কথা আছে যে যত আগে শুরু করবে তত আগে এগোবে। অর্থাৎ একজন বড় স্পোর্টসম্যান হতে গেলে অধ্যাবসায় শুরু করতে হয় ছোট বয়স থেকেই।

সেই কারণে অনূর্ধ্ব ১৪ বছর বয়সী ছেলেদের মধ্যে চলছে প্রতিভার খোঁজ। কুড়ি জনকে বাছাই করে, একটি ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে বাঁকুড়া। প্রতিবছর এই খেলার দিকে তাকিয়ে থাকে ক্রীড়া প্রেমী মানুষ। আঞ্চলিকভাবে বাঁকুড়ার ফুটবলারদের যথেষ্ট নাম রয়েছে। সেই জন্য এই বাচ্চাদের কাছেও যথেষ্ট প্রত্যাশা জেলাবাসী।

সমগ্র জেলা থেকে ছড়িয়ে ছিটিয়ে সুযোগ পেয়েছে বাচ্চারা। সুযোগের সন্ধানে জঙ্গলমহল থেকে শুরু করে বাঁকুড়া শহর পর্যন্ত ছেলেরা এগিয়ে এসেছে। এসেছে বাঁকুড়া, বিষ্ণুপুর,খাতড়া থেকে। বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে, অনূর্ধ্ব ১৪ বালক বিভাগের বাঁকুড়ার জেলার ফুটবল দল হিসেবে কুড়িটি খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। তাদের জন্য শুরু হয়েছে আবাসিক ফুটবল কোচিং ক্যাম্প। ফুটবল প্রতিভার সন্ধানে, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনায়, রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দফতরেরযৌথ উদ্যোগে অনূর্ধ্ব ১৪ আন্তঃ জেলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যার তিনটি খেলা বাঁকুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সোমবার ১১,১২ এবং ১৩ নভেম্বর।

আরও পড়ুনঃ IPL 2025 Mega Auction: কেকেআরের ঘর ভাঙবে মুম্বই! ৩ তারকাকে নেবে ছিনিয়ে! মাঠের বাইরে হবে জোর লড়াই

বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য তথা প্রাক্তন বাংলার ফুটবলার গৌরব সেনগুপ্ত জানান,”অনূর্ধ্ব ১৪ আন্তঃ জেলা ফুটবল প্রতিযোগিতায় মুখোমুখি হবে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান জেলা অনূর্ধ্ব ১৪ ফুটবল দল। বাঁকুড়া স্টেডিয়ামে বাঁকুড়া ও বর্ধমানের মধ্যে খেলা রয়েছে। তার আগে বাঁকুড়ার খেলোয়াড়দের জন্য এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থা।

নীলাঞ্জন ব্যানার্জী

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed