মেয়ে বাইরে একা থাকে? চিন্তা হয়, ‘ও ঠিক আছে তো?’ একটা উপায় শুধু বলে দিন, বিপদ আর কাছেও ঘেঁষবে না
05
মরিয়ম জানান, একবার তিনি কোথাও থেকে ফিরে এসে গাড়ি থেকে নেমে বাড়ির দিকে যেতেই একজন অচেনা লোক তাঁর কাছে এসে তাঁর সঙ্গে হাঁটতে হাঁটতে তার গাড়ির হেডলাইট নিয়ে কিছু বলতে থাকে। মেরি তাঁর কথা শুনল এবং তারপর তাঁর অ্যাপার্টমেন্টে গেল। যখন তিনি তাঁর বাড়ির রিং ক্যামেরার মাধ্যমে তাকালেন, তখন তিনি অবাক হয়েছিলেন কারণ লোকটি রাস্তায় দাঁড়িয়ে অ্যাপার্টমেন্টের দিকে তাকিয়ে ছিল। মেরি যদি লাইট জ্বালিয়ে দিত, তাহলে সে জানতে পারত মেরি কোন বাড়িতে থাকত। কিছুক্ষণ পর লোকটি সেখান থেকে চলে গেল, তারপর মেরি লাইট জ্বালিয়ে দিল।