চন্দননগরে বন্ধ থাকে ট্রেন চলাচল! রেললাইন পারাপার করেন দেবী জগদ্ধাত্রী Stop train movement! Because at that time Goddess Jagaddhatri crossed the railway line! - 24 Ghanta Bangla News

চন্দননগরে বন্ধ থাকে ট্রেন চলাচল! রেললাইন পারাপার করেন দেবী জগদ্ধাত্রী Stop train movement! Because at that time Goddess Jagaddhatri crossed the railway line!

0

Last Updated:

রেললাইন পেরিয়ে পূর্ব পাড়ে নিয়ে গিয়ে তা তোলা হয় লরিতে। এই সময়ের জন্য হাওড়া বর্ধমান মেন শাখা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

X

রেল

রেল লইন দিয়ে পার করা হচ্ছে দেবী প্রতিমা

হুগলি: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার নাম দেশজোড়া। প্রতি বারই বিসর্জনে থাকে অভিনবত্ব। নিয়ম অনুযায়ী, দশমীর সন্ধ্যায় শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা।

তবে সেই শোভাযাত্রায় অংশ নেয় না এমন প্রতিমাগুলি বিসর্জন দেওয়া শুরু হয় দশমীর সকাল থেকে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা বরণের পর চলে সিঁদুর খেলা। তারপর বাজনা সহকারে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় প্রতিমা।

চন্দননগর রেল স্টেশনের পশ্চিম দিকে বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজো হয়। রেল স্টেশনের পূর্ব দিকে গঙ্গা হওয়ায় পশ্চিম দিকের ওই প্রতিমাগুলিকে বিসর্জন দিতে সমস্যায় পড়তে হয়। কারণ প্রতিমার আকৃতি বিরাট হওয়ায় চন্দননগর স্টেশনের সাবওয়ে দিয়ে তা নিয়ে যাওয়া যায় না।

এ বার ৪২ বছরে পা দিল চন্দননগরের সুভাষপল্লি উত্তরপাড়ার পুজো। সোমবার বেলা ১১টা ৪০ নাগাদ ওই বারোয়ারি পুজো কমিটির সদস্যরা বাঁশের খাঁচায় দড়ি বেঁধে প্রতিমা কাঁধে তুলে রেললাইন ধরে বেশ খানিকটা হেঁটে যান।

এর পর রেললাইন পেরিয়ে পূর্ব পাড়ে নিয়ে গিয়ে তা তোলা হয় লরিতে। এই সময়ের জন্য হাওড়া বর্ধমান মেন শাখা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। রেললাইন পার করে জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে যাওয়া দেখতে ভিড় জমে যায় চন্দননগর স্টেশনে।

শেওড়াফুলি জিআরপি থানার ওসি প্রদ্যুৎ ঘোষকে দেখা যায় হ্যান্ড মাইক নিয়ে উৎসাহী লোকজনদের সাবধান করতে।রেল লাইন থেকে দূরে থাকতে বলেন। প্রতিমা রেল লাইন পেরোনোর সময় আপ লাইনে একটি লোকাল এসে চন্দননগর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে।

প্রতিমা রেল লাইন পার করতেই ধীরে ধীরে ট্রেন ছাড়ে। ট্রেন থেকে যাত্রীদের দেখা যায় এই ছবি মোবাইল বন্দী করতে।

রাহী হালদার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed