Hardik-Natasa: শরীরচর্চায় ব্যস্ত নাতাশা, মন ভালো করতে ‘প্রেরণা’র সঙ্গে হার্দিক পান্ডিয়া – Bengali News | Hardik Pandya’s training day out with his biggest motivation son Agastya at NCA and Natasa enjoys Gym session
শরীরচর্চায় ব্যস্ত নাতাশা, মন ভালো করতে ‘প্রেরণা’র সঙ্গে হার্দিক পান্ডিয়া
কলকাতা: হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচের ডিভোর্স হয়েছে। কিন্তু কোথাও গিয়ে আলাদা হয়েও যেন এখনও সত্যিই তাঁরা আলাদা হতে পারেননি। যার এক বড় কারণ, তাঁদের একমাত্র ছেলে অগস্ত্য পান্ডিয়া। বর্তমানে হার্দিক টি-২০ সিরিজের প্রস্তুতি নিচ্ছেন। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় নিজের নেট সেশন, জিম সেশনের ভিডিয়ো শেয়ার করছেন হার্দিক। এরই মাঝে এনসিএতে ছেলেকে নিয়ে গিয়েছিলেন হার্দিক। একদিকে নাতাশার ইন্সটায় ঢুঁ মারলে দেখা যায় তিনি শরীরচর্চায় ব্যস্ত। আর হার্দিকের ইন্সটাগ্রাম দেখলে নজরে পড়বে তিনি নিজের বড় প্রেরণার সঙ্গে ছবি শেয়ার করেছেন।
ভারতীয় অলরাউন্ডার হার্দিকের বড় প্রেরণা তাঁর ছেলে। অগস্ত্যর সঙ্গে ৩টি ছবি শেয়ার করেছেন হার্দিক। লিখেছেন, ‘আমার সবচেয়ে বড় প্রেরণা।’ টেস্টে হার্দিক পান্ডিয়া খেলেন না, কিছুদিন আগে শ্রীলঙ্কা সফরে ওডিআই টিমে ছিলেন না। এখন ভরসা শুধুই টি-২০ ফর্ম্যাট। তাই বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরুর আগে নিজেকে সেই মতো তৈরি করছেন হার্দিক। ২০২৬ সালে আবার টি-২০ বিশ্বকাপ। ট্রফি ধরে রাখার লক্ষ্যে হার্দিকের পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হবে। তার মাঝে ভারতের সেই অর্থে বেশি টি-২০ ম্যাচ নেই। ফলে যে কটা ম্যাচ খেলার সুযোগ পাবেন হার্দিক, তাতে নিজেকে প্রমাণ করতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি বেঙ্গালুরু শহরের অদূরে পূর্ণাঙ্গ পরিকাঠামো নিয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি খোলা হয়েছে। কয়েকদিন আগে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও তারকা পেসার মহম্মদ সামি সেটির উদ্বোধনে হাজির ছিলেন।