Bansdroni Accident: ভরসন্ধ্য়ায় বাঁশদ্রোণীর ঘটনাস্থল থেকে গ্রেফতার বিজেপি নেত্রী রুবি দাস, তুমুল বিক্ষোভ, থানায় পৌঁছলেন সিপি – Bengali News | Woman BJP leader arrested after Bansdroni Accident, agitation starts, huge force deployed
থানার সামনে বিক্ষোভ বিজেপিরImage Credit source: TV9 Bangla
কলকাতা: মহালয়ার দিন সকাল থেকে ফুঁসছে বাঁশদ্রোণী। পেলোডারের ধাক্কায় মৃত্যু হয়েছে নবম শ্রেণীর ছাত্রী সৌম্য শীলের। এত বড় একটা ঘটনার পরও দেখা পাওয়া যায়নি এলাকার তৃণমূল কাউন্সিলরের। সেই ইস্যুতে বিক্ষোভ বাড়ে আরও। তবে ভরসন্ধ্যায় বাঁশদ্রোণী-কাণ্ডে নয়া মোড়। গ্রেফতার করা হল বিজেপি নেত্রী রুবি দাসকে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।
সবিস্তারে আসছে…