India vs Bangladesh: স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মোমিনুলের শতরান, দুশোর গণ্ডি পেরিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ – Bengali News | Bangladesh cricketer Mominul Haque slams century against India in 2nd Test Day 4
India vs Bangladesh: স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মোমিনুলের শতরান, দুশোর গণ্ডি পেরিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশImage Credit source: PTI
কলকাতা: কানপুর টেস্টের ২টো দিন পণ্ড হয়েছে। বৃষ্টি ও ভেজা মাঠের লুকোচুরির পালা শেষ। অবশেষে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ঝলমলে রোদের দেখা মিলেছে। নির্বিঘ্নে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষ হয়েছে। এর মধ্যে প্রথম সেশনে ভারতের প্রাপ্তি ৩ উইকেট। আর বাংলাদেশের প্রাপ্তি মোমিনুল হকের (Mominul Haque) সেঞ্চুরি। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে শতরান করেছেন মোমিনুল। তিনি প্রথম দিন থেকে থেকে অপরাজিত ছিলেন। তিনে নেমে আপাতত ১০২ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গিয়েছেন মোমিনুল। কানপুর টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের পর বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ২০৫।
রবিবার ছিল মোমিনুলের জন্মদিন। নিজের জন্মদিনে হয়তো এই সেঞ্চুরিটা নিজেকেই উপহার দিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় শীর্ষে মোমিনুল (১৩টি)। দ্বিতীয় স্থানে মুশফিকুর রহিম। তিনি ১১টি শতরান করেছেন।