SL vs NZ: ভারত সফরে আসার আগে বিপাকে কিউয়িরা, লঙ্কানদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল নিউজিল্যান্ড - Bengali News | New Zealand all out for 88 against Sri Lanka, concedes second biggest innings deficit in its Test history - 24 Ghanta Bangla News

SL vs NZ: ভারত সফরে আসার আগে বিপাকে কিউয়িরা, লঙ্কানদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল নিউজিল্যান্ড – Bengali News | New Zealand all out for 88 against Sri Lanka, concedes second biggest innings deficit in its Test history

0

SL vs NZ: ভারত সফরে আসার আগে বিপাকে কিউয়িরা, লঙ্কানদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল নিউজিল্যান্ডImage Credit source: PTI

কলকাতা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। সেই টিমেরই কিনা শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে ল্যাজেগোবরে অবস্থা! এ কোন নিউজিল্যান্ড? মিল খুঁজে পাচ্ছেন না ক্রিকেট প্রেমীরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে এমনিতেই ১-০ পিছিয়ে ছিল নিউজিল্যান্ড। এ বার দ্বিতীয় টেস্টে গলে মাত্র ৮৮ রানেই অলআউট কিউয়িরা। শ্রীলঙ্কা কেন উইলিয়ামসনদের ফলো অন করিয়েছে। নিউজিল্যান্ডের এই পারফরম্যান্স ভারত সফরের আগে চাপ বাড়াল, এ নিয়ে কোনও সন্দেহ নেই।

গলে দ্বিতীয় ইনিংসে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ৫ উইকেটে ৬০২ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেন ক্যাপ্টেন ধনঞ্জয় ডি সিলভা। উইকেটকিপার ব্যাটার কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস ও দীনেশ চান্ডিমল সেঞ্চুরি করেন। তিন সেঞ্চুরির সুবাদে নিউজিল্যান্ডের সামনে রানের পাহাড় রাখে লঙ্কানরা।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ড। ৬টি উইকেট নেন প্রথম টেস্টের নায়ক প্রভাত জয়সূর্য। ৩ টি উইকেট নিশানের আর একটি উইকেট অসিথ ফের্নান্ডোর। ৪০ওভার অবধি কোনও রকম টিকে ছিল নিউজিল্যান্ড। কিউয়িদের হয়ে সর্বাধিক রান করেন ৯ নম্বরে নামা মিচেল স্যান্টনার (২৯)। এ ছাড়া দুই অঙ্কের রান করেছেন রাচিন রবীন্দ্র (১০), ড্যারিল মিচেল (১৩)। কিউয়িদের করা ৮৮ রানের মধ্যে অতিরিক্ত ৫ রান লঙ্কানদের দেওয়া।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x