RG Kar Hospital: বিপদ এড়াতে নতুন ব্যবস্থা, কীভাবে কাজ করবে আরজি করের প্যানিক বোতাম – Bengali News | Panic button in RG Kar Hospital, know how it works
কলকাতা: তিলোত্তমা কাণ্ডের পর আরজি করে প্যানিক বোতাম। বিপদের আভাস পেতে এই উদ্যোগ। ঠিক কীভাবে কাজ করবে এই বোতাম? হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে থাকবে এই বোতাম। কন্ট্রোল রুমে প্যানেলের মাধ্যমে বোঝা যাবে কোন ওয়ার্ডে বাজছে বিপদের সাইরেন। কন্ট্রোল রুমে সেই বার্তা পেয়েই ঘটনাস্থলে যাবেন সিআইএসএফ জওয়ানরা। শুক্রবার বৈঠক করে প্যানিক অ্যালার্ম বসানোর সিদ্ধান্ত নেন আরজি কর কর্তৃপক্ষ।
সূত্রের খবর, ট্রমা কেয়ার, এমার্জেন্সি বিল্ডি, গাইনি বিল্ডিং সহ আরজি কর মেডিকেল কলেজের বিভিন্ন ওয়ার্ড, অফিস যেখানে রোগী পরিষেবার কাজ চলে সেখানেই খাকছে এই বোতাম। সেই সব সংশ্লিষ্ট জায়গায় যদি কোনও বিপদের আভাস পান কর্তব্যরত চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা তাহলে তাঁরা ওই বোতাম প্রেস করবেন। যা যোগ থাকছে কন্ট্রোল রুমের সঙ্গে। সঙ্গে সঙ্গে বার্তা চলে যাবে সেখানে। বাজবে সাইরেন।
কন্ট্রোল রুমে থাকবেন সিআইএফ জওয়ানরা। ঠিক যে কায়দায় রেলের কন্ট্রোল রুম চলে এক্ষেত্রেও সেইভাবে কাজ হবে বলে মনে করা হচ্ছে। প্যানেল বোর্ড দেখে সিআইএসএফ জওয়ানরা বুঝতে পারবেন কোথা থেকে প্যানিক বোতাম টেপা হয়েছে। তা বুঝেই সেখানে তাঁরা সাহায্য করতে পৌঁছে যাবেন। এদিন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এর জন্য যে পরিকাঠমো দরকার তা দ্রুত গড়ে তোলা হবে।