কনসার্টে মহিলাকে গলা ধাক্কা, 'অক্ষম' অরিজিত্‍ হাতজোড় করে বললেন... - Bengali News | Arijit Singh got furious when he got see that security is misbehaving with a female fan - 24 Ghanta Bangla News

কনসার্টে মহিলাকে গলা ধাক্কা, ‘অক্ষম’ অরিজিত্‍ হাতজোড় করে বললেন… – Bengali News | Arijit Singh got furious when he got see that security is misbehaving with a female fan

0

অরিজিত্‍ সিংয়ের কণ্ঠে মুগ্ধ দর্শক। শুধু তাঁর কণ্ঠ নয় গায়কের ব্যবহারেও মুগ্ধ গোটা বিশ্ব। এই মুহূর্তে ব্রিটেনে রয়েছেন গায়ক। বিদেশে একের পর এক মিউজিক কনসার্ট করছেন গায়ক। এরই মধ্য়ে গায়কের বেশ কিছু ভিডিয়ো ভাইরালও হয়েছে কনসার্টের। এবার যা কাণ্ড ঘটল গায়কের কনসার্টে শুনলে অবাক হয়ে যাবেন।

মঞ্চ থেকে যা করলেন গায়ক যা দেখলে তাঁর অনুরাগীদের মন ভরে যাবে। ভরা মঞ্চে দাঁড়িয়ে হাতজোড় করে ক্ষমা চাইলেন গায়ক। ভাইরাল হয়েছে গায়কের একটি ভিডিয়ো। সেই ভিডিয়োয় দেখা দেখা যাচ্ছে মহিলাকে রীতিমতো গলা ধাক্কা দিচ্ছেন এক নিরাপত্তারক্ষী। আর উল্টো দিক থেকে অরিজিতের সেই মহিলা অনুরাগী তাঁর নাম ধরে চিত্‍কার করছেন। আর এই দৃশ্য দেখে গান থামিয়ে দেন গায়ক।

মহিলা অনুরাগীর সঙ্গে ঘটা এই ঘটনায় রীতিমতো বিরক্ত গায়ক। তিনি বলেন, “এরকম করা একেবারেই উচিত নয়।” তবে এখানেই শেষ নয় গায়ক নিজের অনুরাগীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলেন, “আমি দুঃখিত। আপনার সঙ্গে এটা মোটেই উচিত হয়নি। আমি যদি ওখানে থাকতাম, তাহলে কিছুতেই এমনটা হতে দিতাম না।” সম্প্রতি গায়ককে এমনই এক কনসার্টের মঞ্চে ‘আর কবে’ গানের অনুরোধ করা হয়েছিল। যে অনুরোধ শুনে রেগে গিয়েছিলেন অরিজিত। সেই সঙ্গে জানিয়েছিলেন এটা তাঁর কাজ। সব জায়গায় সব অনুরোধ করা যায় না। শুধু গান নয়, মানুষ অরিজিতে মুগ্ধ সবাই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed