Purbo Medinipur: নির্বাচিত সদস্যদের পরিবারের লোককেই দেওয়া হচ্ছে ঠিকাদারির কাজ, এগরাতে বেনিয়মের অভিযোগ – Bengali News | Purbo medinipur Contractual work being given to family members of selected members, alleged Beniyam in Egra
পূর্ব মেদিনীপুর: এগরা দুই পঞ্চায়েত সমিতিতে বেনিয়মের অভিযোগ। পঞ্চায়েত আইন না মেনে নির্বাচিত সদস্যদের পরিবারের লোকেদের দেওয়া হচ্ছে সরকারি ঠিকাদারির কাজ অভিযোগ বিজেপির। পঞ্চায়েত আইন না মেনে সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নির্বাচিত সদস্যদের পরিবারের লোকেদের দেওয়া হচ্ছে সরকারি ঠিকাদারির কাজ। স্থানীয় প্রশাসনকে বার বার অভিযোগ জানিয়ে কোনও ফল হয়নি। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ পঞ্চায়েত সমিতিতে এভাবেই সরকারি নিয়ম না মেনে ঠিকাদারি কাজের টেন্ডার দেওয়া হচ্ছে বলেই অভিযোগ।
তবে এই বিষয়ে এগরা ২ ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাজকুমার দাস, স্বরূপ কুন্ডু, কৃষ্ণেন্দু মান্নার নামে লিখিত অভিযোগ জানানো হয়েছে। প্রসঙ্গত এবারের পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধক্ষই বিজেপির। যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি শাসক দল তৃণমূলের রয়েছে।
সেক্ষেত্রে কেউই এই বিষয়ে মুখ খুলতে নরাজ। ঠিকাদার রাজকুমার দাসের বাবা মনোরঞ্জন দাস বলেন, “আমি ৩০ বছর ধরে ঠিকাদার ছিলাম। এখন আমার ছেলে কাজ করে। এখন আমি নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য। এরকম নিয়ম আমার জানা নেই।”
তবে বিজেপি নেতা অমলেশ পাহাড়ির বক্তব্য, পঞ্চায়েত আইন অনুযায়ী নির্বাচনে জেতার পর ওই সদস্যের পরিবারের কেউ সরকারি ঠিকাদারির কাজ করতে পারে না।