তিরুপতি লাড্ডু বিতর্কের মাঝেই পুরীর জগন্নাথ মন্দিরেও বড় সিদ্ধান্ত, ভোগ তৈরির আগে এবার... - Bengali News | Amid Tirupati Laddu Row, Odisha Government's Big Decision on Puri Jagannath Temple's Prasad - 24 Ghanta Bangla News

তিরুপতি লাড্ডু বিতর্কের মাঝেই পুরীর জগন্নাথ মন্দিরেও বড় সিদ্ধান্ত, ভোগ তৈরির আগে এবার… – Bengali News | Amid Tirupati Laddu Row, Odisha Government’s Big Decision on Puri Jagannath Temple’s Prasad

0

পুরীর জগন্নাথ মন্দির।Image Credit source: Twitter

ভুবনেশ্বর: তিরুপতির প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্ক চরমে। অভিযোগ, মন্দিরে প্রসাদ হিসাবে দেওয়া ওই লাড্ডুতে ঘিয়ের বদলে মেশানো হয়েছিল পশুর চর্বি ও মাছের তেল। এই বিতর্কের মাঝেই এবার বড় সিদ্ধান্ত ওড়িশা সরকারের। এবার জগন্নাথ মন্দিরেও প্রসাদ নিয়ে নিয়মের কড়াকড়ি। ওড়িশা সরকার জানাল, এবার থেকে পুরীর জগন্নাথ মন্দিরে ভোগ রান্নায় ব্যবহৃত ঘিয়ের গুণমান পরীক্ষা করা হবে।

পুরীর জেলা কালেক্টর সিদ্ধার্থ শঙ্কর জানান, পুরীর মন্দিরে এমন কোনও অভিযোগ নেই, তবে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে কোঠা ভোগ (দেবতাদের উৎসর্গ করা) ও ‘বারদী ভোগ’ (ভক্তদের প্রসাদ)- এ ব্যবহৃত ঘিয়ের গুণমান পরীক্ষা করা হবে।

জানা গিয়েছে, ওড়িশা মিল্ক ফেডারেশনই পুরী মন্দিরের একমাত্র ঘি সরবরাহকারী। তবে তিরুপতি মন্দিরের সাম্প্রতিক ঘটনা ও তা ঘিরে বিতর্কের জেরেই প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে ওই ঘিয়ের গুণমানও পরীক্ষা করা হবে। এই নিয়ে ওমফেড ও মন্দিরের সেবাইত, যারা প্রসাদ তৈরি করেন, তাদের সঙ্গে কথা বলা হবে।

এই খবরটিও পড়ুন

মন্দিরের এক সেবাইত দাবি করেন, এর আগে মন্দিরের প্রদীপ জ্বালানোয় যে ঘি ব্যবহার হত, তাতে নকল ঘি ব্যবহার করার অভিযোগ উঠেছিল। তারপরই ওই ঘি ব্যবহার বন্ধ করে দেওয়া হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed