মৃত্যুর ভুয়ো খবর, মনোজ মিত্র কেমন আছেন জানালেন জামাই – Bengali News | Check out manoj mitra health update
সকাল থেকেই নাট্যকার-অভিনেতা মনোজ মিত্রের শারীরিক অবস্থা নিয়ে রটছে একের পর এক ভুয়ো খবর। মৃত্যুর ভুয়ো খবরে কার্যত বিরক্ত পরিবার। সোমবার রাত গড়াতেই নাট্যকারের জামাই টিভিনাইন বাংলাকে জানান আগের থেকে ভাল আছেন তিনি। মানুষজন চিনতে পারছেন। তিনি এও জানান, সামান্য কথাও বলেছেন তিনি।
প্রসঙ্গত, এ দিন সকালে ক্যালকাটা হার্ট ক্লিনিক ও হসপিটালের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়, তাতে লেখা হয়, “ওঁর অবস্থা খুবই সঙ্কটজনক। উনি বেশ কিছু দিন ধরেই হার্টের অসুখে ভুগছেন। তার সঙ্গে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, মেলাইটাস, ক্রনিক কিডনির সমস্যা, ডিমেনশিয়া রয়েছে। বাইপাস সার্জারি, পেসমেকার ইত্যাদি অনেক আগেই হয়েছে। বর্তমানে কার্ডিওজনিক শকে আছেন। নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়া হয়েছে।” তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন, এমনটাই প্রার্থনা সকলের।