Newtown: রাতের নিউটাউনে ভয়াবহ ঘটনা, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি এসে লাগল বুকে, মৃত্যু যুবকের - Bengali News | Newtown: Two Mischief Came And Firing, One Youth Died In Newtown Beside Ram Mandir - 24 Ghanta Bangla News

Newtown: রাতের নিউটাউনে ভয়াবহ ঘটনা, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি এসে লাগল বুকে, মৃত্যু যুবকের – Bengali News | Newtown: Two Mischief Came And Firing, One Youth Died In Newtown Beside Ram Mandir

0

রাতের নিউটাউনে চলল গুলিImage Credit source: Tv9 Bangla

অরিত্র ঘোষ

নিউটাউন: শনিবার রাত্রিবেলা বড় ঘটনা নিউটাউনে। সেখানে চলল গুলি। ঘটনায় মৃত্যু হল এক যুবকের। জানা যাচ্ছে, বাইকে চড়ে এসে দু’জন যুবক আচমকাই গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আহত ব্যক্তি। তারপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

জানা যাচ্ছে, শনিবার রাত্রিবেলা নিউটাউনের রামমন্দিরের চায়ের দোকানে বসেছিলেন নাসিমুদ্দিন নামে এক যুবক। আচমকাই বাইকে করে সেখানে দু’জন এসে উপস্থিত হয়। পুলিশ সূত্রে খবর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যুবকের বুকে গুলি করা হয়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। দ্রুত এলাকাবাসী এসে ওই যুবককে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়েই সেখানে উপস্থিত হয়েছে ইকোপার্ক থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও। তবে কী কারণে এই খুন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরেই হতে পারে এই খুন। স্থানীয় বাসিন্দা বলেন, “একটা ফোন এসেছিল আমার কাছে। শুনলাম গুলি চলেছে। বাইকে চড়ে এসে কেউ গুলি করে দিয়ে চলে গিয়েছে। স্পটে ছেলেটি পড়ে রয়েছে। পুলিশ সঙ্গে-সঙ্গে এসেছে। এই এলাকা খুবই জমজমাট। সব সময়ই পুলিশ এখানে থাকে। আধিকারিকরা এসে টহল দেন। হঠাৎই কী হল বুঝলাম না ঠিক।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed