সুচিত্রা শেষ বয়সে ছেড়েছিলেন বাড়ি! কোথায় দিন কাটাতেন মহানায়িকা? - Bengali News | Where suchitra sen used to stay on her last few days of life - 24 Ghanta Bangla News

সুচিত্রা শেষ বয়সে ছেড়েছিলেন বাড়ি! কোথায় দিন কাটাতেন মহানায়িকা? – Bengali News | Where suchitra sen used to stay on her last few days of life

0

সুচিত্রা সেন, বরাবরই সকলের নজরের কেন্দ্রে জায়গা করে এসেছেন তিনি। যাঁর অনবদ্য অভিনয়গুণে প্রাণ পেয়েছে বহু চিত্রনাট্য। যে চরিত্ররা আজও রূপোলি পর্দায়ের সেরার সেরা হয়ে রয়ে গিয়েছে। কখনও রিনা ব্রাউন, কখনও আবার তাপসী, সবচরিত্র কাল্পনিক হলেও সুচিত্রার স্পর্শে তা দর্শকদের কাছে হয়ে উঠেছে রাতারাতি। অভিনয় জীবন তাঁর যতটা রঙিন, ঠিক ততটাই চর্চিত ছিল তাঁর ব্যক্তিগত জীবনের ওঠাপড়া। মাত্র ১৫ বছর বয়সে শিল্পপতি আদিনাথ সেনের ছেলে দিবানাথ সেনকে বিয়ে করেছিলেন তিনি।

যদিও সংসার জীবন নিয়ে খুব একটা সুখকর মতামত পোষণ করতে দেখা যায়নি কোনওতদিনই তাঁকে। তবে সন্তানকে আঁখড়ে ও কেরিয়ার নিয়ে দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি। তবে জানেন কি, অভিনয় জগত থেকে সরে দাঁড়ানোর সময় তিনি এক মস্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। স্থির করেছিলেন, তিনি আর কোনওদিন কারও সামনে আসবেন না। কারও সঙ্গে সেভাবে যোগাযোগ রাখবেন না। তাই করেছিলেন। বিয়ের সাত বছর পর সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

এই খবরটিও পড়ুন

সাতের দশকের মাঝের দিকে পাল্টাতে থাকে তাঁর চেনা সমীকরণ। যেখানে সুচিত্রা সেনকে একাধিক খারাপ অভিজ্ঞতা দিয়ে যেতে হয়, কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। স্বামীকে হারানো থেকে শুরু করে ছবি ফ্লপ হওয়া, তখন উত্তম কুমারও নেই। নিজের জীবনের চরম সিদ্ধান্ত নিয়েছিলেন রমা। তবে না, তিনি সন্ন্যাস নেননি। রামকৃষ্ণ মিশনে যুক্ত হয়েছিলেন। একটা সময় নাকি শোনা গিয়েছিল, শারীরিক কিছু কারণ বশত তিনি নাকি সেখানে নিয়েছিলেন একটি ঘরও। নিজেকে বন্দি করেই রাখতেন। যদিও এই খবর নিয়ে কোনওদিন তাঁর পরিবারের কেউ মুখ খোলেননি। TV9 বাংলাও এর সত্যতা যাচাই করেনি। তবে একটা সময় এখন খবর ছড়িয়ে পড়েছিল সর্বত্র। যা নিয়ে আজও ধোঁয়াশা বর্তমান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x