Urvashi Rautela: হাসপাতাল থেকে ফিরতেই বড় চমক পেলেন ঊর্বশী, কে পাঠাল তাঁকে এত… – Bengali News | Bollywood actress Urvashi Rautela got lacs of red roses after coming from Hospital

কয়েক দিন আগে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ঊর্বশী রাউতেলা। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে রক্তারক্তি কাণ্ড তাঁর। মুখে অক্সিজেন মাস্ক পরা। এই ভিডিয়ো পোস্ট করার পর অনেক সমালোচনাও সহ্য করতে হয়েছে তাঁকে। খুব বড় যে কিছু ঘটেনি তা ভিডিয়ো দেখে অনেকেই বুঝেছিলেন। এক দিকে যেমন অনেকে তাঁকে নিয়ে সমালোচনা করেছেন। আবার কিছু অংশ বেশ চিন্তিতও ছিলেন। তাই তো তিনি বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই পেলেন বিশাল বড় সারপ্রাইজ। তাঁর গোটা ঘর ভরে গিয়েছে লাল গোলাপ ফুলে। বলিসূত্রে খবর তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনাতেই এই ফুলের উপহার। প্রায় এক লক্ষ গোলাপ ফুল উপহার পেয়েছেন তিনি। যে পেয়ে তিনি খুবই উত্তেজিত। সে দিন ভিডিয়োয় কী দেখা গিয়েছে? তাঁর আঙুল কেটে রক্ত ঝরছে। তবে খুব যে বাড়াবাড়ি হয়েছে তেমনটা নয়। সেটা তাঁর ভিডিয়ো দেখলেই বোঝা যাচ্ছে। তাই উল্টে প্রার্থনার বদলে নায়িকাকে রীতিমতো কটাক্ষের মুখেই পড়তে হয়েছে। নানা ধরনের নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে তাঁর পোস্ট।
অভিনেত্রীকে কেউ লিখেছেন,”একটু হলুদ লাগিয়ে দিলেই ঝামেলা মিটে যেত।” আবার কেউ লিখেছেন,”আপনি দেশের প্রথম মহিলা যে এত ছোট কারণে হাসপাতালে ভর্তি হলেন।” আবার কেউ লিখেছেন, “ঋষভদা কি আপনাকে দেখতে এল?” কেউ মজা করে লিখেছেন, ‘২ টাাক দিয়ে ব্যন্ডেড কিনলেন ঝামেলা মিটে যেত।’ তবে শুধুই কি এই আঙুল কাটার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি? তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য,কয়েক দিন আগে অন্য একটি কারণে আলোচনায় উঠে এসেছিল অভিনেত্রীর নাম। হয়েছিল একটি ভাইরাল ভিডিয়ো।”
এই খবরটিও পড়ুন
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে স্নানঘরে স্নানের জন্য পোশাক খোলার প্রস্তুতি নিচ্ছেন উর্বশী রাউতেলার মতো দেখতে এক মহিলা। (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভিনাইন বাংলা) বিভিন্ন পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। এর পরেই শুরু আলোচনা। এমন কুৎসিত কাজ করল কে? অভিনেত্রীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে কে? ভিডিয়োটি ২৩ সেকেন্ডের। তাতে দেখা যাচ্ছে হলুদ রঙের এক সালোয়ার কামিজ পরে স্নানঘরে ঢুকছেন অভিনেত্রী। এর পরেই এক এক করে পোশাক খুলতে শুরু করেন তিনি। ব্যস, এর পরেই বন্ধ হয়ে যায় ভিডিয়ো। এ নিয়ে যখন চলছে মাতামাতি তখন নেটিজেনদের একাংশের নজর এড়ায়নি উর্বশীর গলার মঙ্গলসূত্রটি। তিনি বিবাহিত নন। তাহলে মঙ্গলসূত্র কোথা থেকে এল? প্রশ্ন তুলেছেন তাঁরা।