Sohini: সাদা বিকিনিতে সোহিনী, ডিভোর্সের গুঞ্জনের মাঝে কার সঙ্গে বিদেশে গেলেন অভিনেত্রী? – Bengali News | Bengali Serial actress Sohini Guha Roy gone to maldives for vacation

পরনে সাদা বিকিনি। তার উপরে পাতলা ফিনফিনে শ্রাগ। হাতে একগ্লাস ওয়াইন। আর পিছনে নীল সমুদ্র। ইনস্টাগ্রামের পাতায় এমনই একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সোহিনী গুহরায়। কয়েক দিন আগের খবর। শোনা গিয়েছিল সংসার ভাঙছে অভিনেত্রীর। যদিও এ বিষয়ে কখনও কোনও কথা বলতে চাননি তিনি। সেই আলোচনা আরও উস্কে দিল অভিনেত্রীর নতুন পোস্ট। মালদ্বীপে ঘুরতে গিয়েছেন তিনি।
যাওয়া থেকেই একের পর এক ছবি পোস্ট করে চলেছেন তিনি। অভিনেত্রীর এয়ারপোর্ট লুক নিয়েও কম আলোচনা হয়নি। এবার তাঁর ছবি রীতিমতো বোমা ফাটাল। এক দিকে তিলোত্তমা কাণ্ডে উত্তপ্ত গোটা শহর। তাই অনেক ভেবে চিন্তে সমাজমাধ্যমের পাতায় নিজেদের ছবি পোস্ট করছেন অভিনেতা অভিনেত্রীরা। এক দিকে যেমন সোহিনীর নতুন ছবি আবারও তাঁর ভাঙা সংসার নিয়ে নানা প্রশ্ন তুলেছে। তেমনই আবার অন্য দিকে তাঁর এই ছবি নিয়ে একাংশ আরও সমালোচনা করেছে। যে তিনি এই পরিস্থিতিতে এতটা অবিবেচক কী ভাবে হতে পারলেন?
এই খবরটিও পড়ুন
আদৌ তাঁর সংসার ভাঙছে কিনা সে কথা যদিও এখনও স্পষ্ট নয়। তবে তাঁর মালদ্বীপে ছুটি কাটানোর ছবি দেখে কেউ কেউ লিখেছেন,”ডিভোর্সের পর আপনার রূপ তো আরও ঝরে পড়ছে।” আবার কেউ লিখেছেন,”বরের সঙ্গে তো ঝগড়া, তাহলে কার সঙ্গে মালদ্বীপে গেলেন?” অন্য একাংশ লিখেছেন,”ন্যায় বিচার চেয়ে যেখানে সবাই রাস্তায় নেমেছে সেখানে বিকিনি পরে দেখাচ্ছেন।” অন্য আর এক জনের মন্তব্য,”আপনি যা খুশি করতেই পারেন সেটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আপনার। ছবিতো না পোস্ট করতেই পারতেন।” কোনও উত্তরই দেননি অভিনেত্রী। বিদেশে থাকার জন্য তাঁর ফোনও বন্ধ। উল্লেখ্য, এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে ‘দ্বিতীয় বসন্ত’ সিরিয়ালে।