Didi No1: ‘বয়কট দিদি নম্বর১’! স্লোগান সোশ্যাল মিডিয়া জুড়ে,সমালোচনার মুখে পড়ে কী বললেন রচনা? – Bengali News | After RG KAR Case audiance wanted to boycott Rachana Banerjee’s reality show Didi No 1

আরজি কর কাণ্ড নিয়ে যখন গোটা শহর উত্তাল তখন মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায়। তার পর লাইভ ভিডিয়োয় এসে কান্নাকাটি করে ন্যায় বিচার চেয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। তার পর থেকে বিতর্ক যেন আরও কিছু বেড়ে গিয়েছে। প্রকাশ্যে সমাজমাধ্যমের পাতায় ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালিকাকে বিঁধে একের পর এক মন্তব্য আসতে থাকে।
তারই মাঝে চ্যানেল কর্তপক্ষ বাতিল করে রচনা সঞ্চালিত রিয়্যালিটি শো-এর অডিশন। তার পর থেকে সমাজমাধ্যম ভরে গিয়েছে নানা ধরনের মিম পোস্টে। এমনিতে ‘দিদি নম্বর ১’ শো-এর জনপ্রিয়তা কম নয়। গত ১০ বছর ধরে টানা সম্প্রচারিত হচ্ছে এই শো। রচনাকে আর বড় পর্দায় অভিনয় করতে দেখা না গেলেও এই অনুষ্ঠানের দৌলতে তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। এত দিন সবাই এই অনুষ্ঠানে যাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকত। কিন্তু আরজি কর ঘটনার পর এ যেন উলট পূরাণ।
কী হয়েছে? গোটা সমাজমাধ্যমের পাতা জুড়ে ‘বয়কট দিদি নম্বর ১’ স্লোগান। এক জন রচনার ছবি পোস্ট করে লেখেন,”আর কি দিদি নম্বর ১-এ যাওয়ার ইচ্ছা আছে?” সেখানে অনেকেই লিখেছেন,”বয়কট দিদি নম্বর ১।” কেউ কেউ আবার লিখেছেন,”রচনার এত নাটক দেখে বিরক্ত লেগে গেল।” আবার কেউ লিখেছেন,”ইনি নাকি জনপ্রতিনিধি! দিদি নম্বর ১ অবিলম্বে বন্ধে করে দেওয়া উচিত।” অনেকেই এই মন্তব্যকে সমর্থনও করেছেন।
এই খবরটিও পড়ুন
এত বিতর্কের পর অনেকে সত্যিই মনে করেছিলেন এবার হয়তো এই শো সত্যিই বন্ধ হয়ে যাবে। তবে টলিপাড়ার অন্দর বলছে অন্য কথা। মোটেই বন্ধ হচ্ছে না রচনা সঞ্চালিত শো। বরং টিআরপি নাকি আগের চেয়ে বেড়েছে। তবে এত আলোচনা সমালোচনার পর আর কোনও মন্তব্য করেননি রচনা। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়ও বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে।