Gold price: রাখির পর লাফিয়ে কমল সোনা-রুপোর দাম, বৃষ্টি মাথায় বেরিয়ে পড়ুন কিনতে... - Bengali News | Gold, Silver and Platinum price in Kolkata on 23 August - 24 Ghanta Bangla News

Gold price: রাখির পর লাফিয়ে কমল সোনা-রুপোর দাম, বৃষ্টি মাথায় বেরিয়ে পড়ুন কিনতে… – Bengali News | Gold, Silver and Platinum price in Kolkata on 23 August

0

কলকাতা: ২৩ অগস্ট, শুক্রবার ভারতে সোনার দাম প্রতি ১০ গ্রাম গড়ে প্রায় ৭৩,০০০ টাকার কাছাকাছি রয়েছে। রাখির পর সোনার দাম বেশ কিছুটা কমেছে। দাম কমেছে রুপো এবং আরেক মূল্যবান ধাতু প্ল্যাটিনামেরও। যদি আপনি আজ মূল্যবান ধাতু কেনার কথা ভাবেন, তা লগ্নির জন্যই হোক, কিংবা গয়না তৈরির জন্য, বাজারে যাওয়ার আগে দেখে নিন, এদিন কলকাতায় কোন ধাতুর দাম কী চলছে –

২৪ ক্যারেট সোনার দাম

সর্বোচ্চ বিশুদ্ধতার সোনা, অর্থাৎ, ২৪-ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম এদিন রয়েছে ৭২,৬৫০ টাকা। গতকালের তুলনায় এই ক্ষেত্রে দাম কমেছে প্রায় ২২০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

যারা গয়না কিনবেন বলে ভাবছেন, তারা ২২-ক্যারেটের সোনা কেনার কথা বিবেচনা করতে পারেন। এই সোনা সামান্য মিশ্রণের কারণে স্থায়িত্ব বেশি হয়। এর দাম রয়েছে প্রতি ১০ গ্রাম ৬৬,৮০০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ২০০ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম

কলকাতায় এদিন ১৮ ক্।যারেটের প্রতি ১০ গ্রাম সোনা পাওয়া যাবে ৫৪,৪৯০ টাকায়। গতকালের তুলনায় দাম কমেছে ১৭০ টাকা।

রুপোর দাম

সোনার দাম বাড়লে, রুপোর দামও বাড়তে থাকে। গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে রূপোর দামও বেড়েছে। তবে, রাখির পর গত কয়েকদিনে নেকটাই কমেছে রুপোর দাম। এদিনও, বৃহস্পতিবারের তুলনায় ৩০০ টাকা দাম কমেছে রুপোর। এদিন কলকাতায় প্রতি কেজি রুপো মিলবে ৮৬,৭০০ টাকা দামে।

প্ল্যাটিনামের দাম

আজকাল অনেকেই সোনার বদলে প্ল্যাটিনাম বেছে নিচ্ছেন। রুপোলি-সাদা দীপ্তির এই ধাতু দিয়ে অনেকেই গয়না তৈরি করে থাকেন। প্ল্যাটিনামের ক্ষয়ও হয় অনেক ধীরে, কারণ এটি সোনার থেকে চারগুণ বেশি শক্তিশালী। এদিন কলকাতায় প্রতি ১০ গ্রাম প্ল্যাটিনামের দাম পড়বে ২৫,৬৮০ টাকা। গতকালের তুলনয় প্রায় ২৫০ টাকা দাম কমেছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x