Dev: ‘আমি কতটা লাভ করতে পারলাম’, ধর্ষণ নিয়ে রাজনীতির বিরুদ্ধে সোচ্চার দেব – Bengali News | In an old video dev demand justice on woman assault keep political fight aside

আরজি কর কাণ্ডে তোলপাড় হচ্ছে গলি থেকে রাজপথ। প্রতিবাদে সরব হচ্ছেন সকলেই। পথে নেমে সকলের সঙ্গে পা মেলাচ্ছেন তারকারাও। বিচার চেয়ে সরব হয়েছে সকলেই। তালিকা থেকে বাদ পড়েননি সাংসদ তথা অভিনেতা দেব। ছবির টিজার মুক্তি স্থগিত থেকে প্রতিবাদে সরব, দেব এই বিষয় আর সকলের মতোই বিচার চাইছেন তিলোত্তমার। তবে আজ প্রথম নয়, অতীতেও দেব এই ধর্ষণের মতো নারকীয় ঘটনা নিয়ে সরব হয়েছেন। রাজনৈতিক ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজনৈতিক স্বার্থ জড়িয়ে থাকার প্রসঙ্গও টানতে পিছপা হননি তিনি। TV9 বাংলাকে দেওয়া সেই সাক্ষাৎকার এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কী বলেছেন তিনি সেই ভিডিয়োতে?
নারী নির্যাতন প্রসঙ্গ উঠতেই দেব বললেন, ‘আমাদের সব থেকে বেশি জরুরী হচ্ছে এই ধর্ষণটা বন্ধ করা। তার জন্য ফাঁসি দাও। একটা ফাঁসির উদাহরণ, শুধরে যাবে। আমার মনে হয় না এটার মধ্যে কোনও দ্বিমত থাকা উচিত। কোন রাজনৈতিক দলের মধ্যে। যেভাবে এগোচ্ছে, সত্যি এটা দুঃখজনক ব্যাপার।’
দেবকে থামিয়ে পাসে বসে থাকা রুক্মিনী মৈত্র বলে ওঠেন, ‘সোশ্যাল মিডিয়ায় একটা ছোট্ট পোস্ট দেখেছিলাম, যদি একটাদিন পৃথিবীতে কোনও ছেলে না থাকত, তুমি মেয়ে হয়ে কী করতে? প্রতিটা মেয়ে একযোগে বলেছিল, আমরা যে কোনও সময় রাস্তায় বেরতাম, যা ইচ্ছে তাই পরে। অন্তত আমি রাস্তায় বেরতাম যে কোনও সময়। যেটা ওরা করতে পারে আমরা পারি না। প্রতিটা মেয়ে…। এটা কেন হবে?’
এরপর দেবকে রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে বলতে শোনা যায়, ‘এই যে কোনও ভারতীয় ঘটনাকে কেন্দ্র করে পলিটিক্যাল গেইন (রাজনৈতিক স্বার্থ, লাভ), অর্থাৎ একটা ঘটনাকে কেন্দ্র করে আমি কতটা লাভ করতে পারলাম..। কেউ ভাবছে না কোন মেয়েটা কোন ছেলেটা! প্রতিটা রাজনৈতিক দলকে তাঁদের নিজস্ব এজেন্ডাকে সরিয়ে রেখে এই ধর্ষণ বিষয়টাকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। কড়া পদক্ষেপ করতে হবে। তখন পশ্চিমবঙ্গে দিদি আছে না দাদা আছে সেটা নিয়ে আলোচনা হবে না কিন্তু। তখন প্রত্যেকটা ভারতবাসীর কাছে এটা লজ্জা।’