Fair price medicine shop: একাধিক হাসপাতালে বন্ধ হয়ে যাচ্ছে ন্যায্য মূল্যের ওষুধ দোকান? রোগীদের মধ্যে বাড়ছে উদ্বেগ - Bengali News | Multiple hospitals are closing Fair price medicine shop, Speculation, Anxiety is increasing among patients - 24 Ghanta Bangla News

Fair price medicine shop: একাধিক হাসপাতালে বন্ধ হয়ে যাচ্ছে ন্যায্য মূল্যের ওষুধ দোকান? রোগীদের মধ্যে বাড়ছে উদ্বেগ – Bengali News | Multiple hospitals are closing Fair price medicine shop, Speculation, Anxiety is increasing among patients

0

বাঁকুড়া: রাজ্যজুড়ে জুনিয়ার চিকিৎসকদের কর্মবিরতির মাঝেই এবার রাজ্যের বহু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বন্ধ হয়ে গেল ন্যায্য মূল্যের ওষুধ দোকান। গত ১৪ অগস্ট টেন্ডার শেষ হয়ে যাওয়াতেই ওই দোকানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। 

রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ন্যায্য মূল্যের ওষুধের দোকান। রাজ্য সরকারে পালাবদলের পর পর ২০১২ সালে রাজ্যের অধিকাংশ মেডিক্যাল কলেজ, মহকুমা হাসপাতাল ও বেশ কিছু সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে নাহ্য মূল্যের ওষুধ দোকান চালু হয়। সরকারিভাবে টেন্ডার ডেকে বেসরকারি সংস্থাকে এই দোকানগুলি চালানোর দায়িত্ব দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রেই এই দোকানগুলি থেকে ৫০ শতাংশের বেশি ছাড়ে ওষুধ কিনতে পারতেন সাধারণ মানুষ। 

এই খবরটিও পড়ুন

কথা ছিল ৪ বছর পর ফের টেন্ডার ডাকা হবে। কিন্তু সরকারি  টালবাহানায় সেই টেন্ডার আর হয়নি। বারংবার মেয়াদের সময়সীমা বৃদ্ধি করে প্রথমবার বরাত পাওয়া সংস্থাগুলিই এতদিন ন্যায্য মূল্যের ওষুধ দোকানগুলি চালিয়ে এসেছেন। সম্প্রতি ১৪ অগস্ট বর্ধিত সেই মেয়াদ শেষ হয়ে যায়। তার মাঝেই সরকারিভাবে টেন্ডার হওয়ায় নতুন করে দায়িত্ব দেওয়া হয় নতুন নতুন সংস্থাকে। নতুন বরাত পাওয়া সংস্থাগুলি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ সহ অন্যান্য হাসপাতালগুলির অধিকাংশ ক্ষেত্রেই পরিকাঠামো তৈরি করে উঠতে পারেনি। খুলতে পারেনি দোকান। তাতেই সমস্যায় রোগী থেকে রোগীর পরিজনরা। এখন দেখার কবে হয় সমস্যার সমাধান। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x