Swarna Kamal Saha: 'অনেক চিকিৎসক ওঁর উপর ক্ষুব্ধ ছিলেন', সন্দীপ ঘোষকে নিয়ে বললেন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল - Bengali News | 'I did not know about his appointment', said TMC MLA Swarna Kamal Saha over Sandip Ghosh's appointment as the Principal of Calcutta National Medical College - 24 Ghanta Bangla News

Swarna Kamal Saha: ‘অনেক চিকিৎসক ওঁর উপর ক্ষুব্ধ ছিলেন’, সন্দীপ ঘোষকে নিয়ে বললেন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল – Bengali News | ‘I did not know about his appointment’, said TMC MLA Swarna Kamal Saha over Sandip Ghosh’s appointment as the Principal of Calcutta National Medical College

0

সন্দীপ ঘোষকে নিয়ে অকপট তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা

কলকাতা: তিনি এন্টালির তৃণমূল বিধায়ক। আবার কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও। আর এই মেডিক্যাল কলেজেই এবার অধ্যক্ষ হিসেবে যোগ দিচ্ছেন সন্দীপ ঘোষ। যিনি কয়েকঘণ্টা আগেও আরজি কর হাসপাতালের অধ্যক্ষ ছিলেন। এবার সন্দীপ ঘোষের কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন প্রবীণ তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। সন্দীপ ঘোষের নিয়োগ নিয়ে তিনি কিছু জানতেন না বলে মন্তব্য করলেন।

আরজি কর হাসপাতালে পিজিটি চিকিৎসকের নৃশংস পরিণতি নিয়ে উত্তপ্ত রাজ্য। জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন। সন্দীপ ঘোষের বিরুদ্ধেও অনেকে সরব হন। এই পরিস্থিতিতে সোমবার অধ্যক্ষ পদে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। কিন্তু, কয়েকঘণ্টার মধ্যে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয় সন্দীপ ঘোষকে। অর্থাৎ এদিন সন্দীপ ঘোষের পদত্যাগপত্র গৃহীত হয়নি। এদিকে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ অজয় রায়কে পাঠানো হল স্বাস্থ্য ভবনে। চলতি মাসেই অজয় রায়ের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে দীর্ঘদিন ধরে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রয়েছেন স্বর্ণকমল সাহা। সন্দীপ ঘোষের অধ্যক্ষ হিসেবে নিয়োগ নিয়ে তিনি বলেন, “এই হাসপাতালে অনেকদিন আছি। আমি জানতাম ও চাকরি থেকে ইস্তফা দিয়েছে। কিন্তু, এখানে অধ্যক্ষ হয়ে আসছে, এটা এখন জানলাম। আগে অনেকদিন এই হাসপাতালের এমএসভিপি ছিলেন।”

এই খবরটিও পড়ুন

সেইসময় চিকিৎসকদের সঙ্গে সন্দীপ ঘোষের সম্পর্ক নিয়ে তৃণমূল বিধায়ক বলেন, “অনেকেই ওঁর উপর ক্ষুব্ধ থাকত। কারণ, তিনি একটা আলাদা স্টাইলে চলেন। সহজে চিকিৎসকরা তাঁর সঙ্গে দেখা করতে পারতেন না। অ্যাপয়নমেন্ট না নিয়ে দেখা করতে গেলে চিকিৎসকদের বাইরে বসিয়ে রাখতেন। এরকম পরিস্থিতির মধ্যে চলত হত। তবে তিনি এমএসভিপি হিসেবে ভাল।”

সন্দীপ ঘোষের নিয়োগ নিয়ে তিনি কি খুশি নন? স্বর্ণকমল বলেন, “অখুশিও নই। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। তবে নজরদারি বাড়াতে হবে। আশা করি, আরজি করের মতো দুর্ঘটনা এখানে যাতে না ঘটে, সেব্যাপারে সজাগ থাকবেন।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed