Neeraj Chopra: কোন ডায়েটে এত ফিট নীরজ? তাঁর লাইফস্টাইল-বাংলো দেখলে চোখ উঠবে কপালে - Bengali News | Neeraj chopra secret from diet to his banglow makes you shock - 24 Ghanta Bangla News

Neeraj Chopra: কোন ডায়েটে এত ফিট নীরজ? তাঁর লাইফস্টাইল-বাংলো দেখলে চোখ উঠবে কপালে – Bengali News | Neeraj chopra secret from diet to his banglow makes you shock

0

নীরজ চোপড়া, ভারতীয় ক্রীড়াপ্রেমীদের অধিকাংশেরই মনের মানুষ তিনি। সকলেই তাঁকে ভালবাসায় মুড়িয়ে দেন। টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে তিনি সোনা জিতেছিলেন। বর্তমানে প্যারিস অলিম্পিকেও নিরাশ করেননি। দেশের জন্য এনে দিয়েছেন রূপোর পদক। তিনি ময়দানে থাকা মানেই জয় যেন নিশ্চিত, অন্তত ভক্তরা তেমনই আশায় বুক বাঁধেন। জানেন ভারতের এই স্টার ব্যক্তিজীবনে কেমন লাইফস্টাইল মেনে চলেন? শরীরচর্চা থেকে ডায়েট, ক্রীড়াবিদদের এই বিষয় কোনও খামতি থাকে না। তাই তিনিও নিয়মের বাইরে যেতে নারাজ। সম্প্রতি পাল্টেছে তাঁর ডায়েট, কমিয়েছেন কার্বোহাইড্রেটের গ্রহণ। প্রোটিন সেই জায়গায় ডায়েটের অংশ হয়েছে। চিকেন, সলমন, ডিম, স্যালাড থাকে তাঁর খাবারের তালিকায়। যদিও আইসক্রিম দিয়ে গোলাব জামুন তাঁর কাছে অমৃত।

এই নীরজকে নিয়ে ভক্তমনে কৌতুহলের পারদ সদাই থাকে তুঙ্গে। সেলিব্রিটি মানেই তিনি লাইম লাইটে। বিশেষ করে ক্রীড়া জগতের ব্যক্তিত্বদের জীবন যাপন সাধারণের মন আকর্ষণ করে থাকে। তাঁরা কোথায় থাকেন, অবসরে কী করেন, কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, মন প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় নিত্য উঁকি দেয়।

নীরজও সেই তালিকার বাইরে নন। বিলাসবহুল বাংলো থেকে দামি গাড়ি, সবই রয়েছেন এই ক্রীড়াবিদের সম্পত্তির লিস্টে। হরিয়ানায় তাঁর বাংলো দেখলে চোখ উঠবে কপালে। তাঁর একটি সারমেয় পোষ্যও রয়েছে। নাম টোকিও। নীরজের ২ কোটি টাকার একটি গাড়িও রয়েছে।

মোট সম্পত্তির পরিমাণও নেহাতই কম নয়। বর্তমানে মোট ২২টি ব্রান্ডের বিজ্ঞাপন করেন নীরজ চোপড়া। এই বিজ্ঞাপন থেকে মোটা অঙ্কের অর্থও আয় করেন। সূত্রের খবর, নীরজ চোপড়া বিজ্ঞাপন পিছু বার্ষিক ৪ কোটি টাকা ফি নেন। এই অঙ্ক অনেক অভিনেতা বা ক্রিকেটারের বিজ্ঞাপন ফি-র থেকেও বেশি। রিপোর্ট অনুযায়ী, নীরজ চোপড়ার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪.৫ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৩৭ কোটি টাকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed