সাংসদ হয়েই বড় সিদ্ধান্ত! ৪০ কোটির বিনিময়ে কী করলেন কঙ্গনা? – Bengali News | Kangana Ranaut Selling Her precious thing, Which Faced Demolition, for Rs 40 Crore

বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। Image Credit source: PTI
এ বছরই লোকসভা নির্বাচনে মান্ডি থেকে বিজেপির আসনে দাঁড়িয়ে জয়লাভ করেছিলেন কঙ্গনা রানাওয়াত। বেশিরভাগ সময়েই তাঁকে দেখা যাচ্ছে হিমাচল প্রদেশে। মুম্বইয়ে আনাগোনা কমেছে। সেই কারণেই কি এবার বড় সিদ্ধান্ত নিয়েই নিলেন তিনি? বলিউডের বেশ কিছু প্রথম সারির সংবাদমাধ্যমের দাবি কিন্তু তেমনটাই। শোনা যাচ্ছে, বান্দ্রার পালি হিলসের কাছে তাঁর যে বাংলোটি ছিল, তাই নাকি এবার ৪০ কোটির বিনিময়ে বেচে দিচ্ছেন তিনি।
ওই বাড়িটিতেই কঙ্গনার নিজস্ব প্রযোজনা সংস্থা মণিকর্ণিকা ফিল্মসের অফিসও রয়েছে। সূত্র জানাচ্ছে, ভোটে জয়লাভের পর নাকি ধীরে ধীরে বলিউড থেকে নিজেকে গুটিয়ে এনে সাংসদের দায়িত্বই বেশি করে পালন করতে চাইছেন ‘কুইন’। প্রায় ২৮৫ স্কোয়ার মিটার ও ৩০৪২ স্কোয়ার ফিটের উপর এই বাংলো। এ ছাড়াও ৫০০ স্কোয়ার ফিটের পার্কিংয়ের জায়গাও রয়েছে। সব মিলিয়ে বেশ সাজানো গোছানো তাঁর এই সাধের বাড়িটি।
মনে আছে ২০২০ সালে এই বাড়িকেই কেন্দ্র করে বম্বে পুরসভার সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন কঙ্গনা? পুরসভার তরফে দাবি করায় অবৈধ নির্মাণ করা হয়েছে। বাড়ির বেশ কিছু অংশ গুঁড়িয়েও দেওয়া হয় পুরভার তরফে। যদিও পাল্টা চ্যালেঞ্জ চুড়ে দিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কঙ্গনা। বিএমসির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন। ক্ষতিপূরণ বাবদ দাবি করেন ২ কোটি টাকাও। যদিও ২০২৩ সালে সেই মামলা নিজেই তুলে নিয়েছিলেন কঙ্গনা।