Nitin Gadkari-Nirmala Sitharaman: জীবন ও স্বাস্থ্যবিমায় জিএসটি প্রত্যাহারের আর্জি জানিয়ে অর্থমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় মন্ত্রীর - Bengali News | Union minister nitin gadkari writes letter to finance minister nirmala sitharaman to revoke gst from life medical insurance - 24 Ghanta Bangla News

Nitin Gadkari-Nirmala Sitharaman: জীবন ও স্বাস্থ্যবিমায় জিএসটি প্রত্যাহারের আর্জি জানিয়ে অর্থমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় মন্ত্রীর – Bengali News | Union minister nitin gadkari writes letter to finance minister nirmala sitharaman to revoke gst from life medical insurance

0

নির্মলা সীতারামন ও নিতিন গড়করি।Image Credit source: TV9 বাংলা

নয়া দিল্লি: নিজের কেন্দ্রের মানুষদের কথা শোনেন, তাই তাদের সমস্যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় মন্ত্রী। অর্থমন্ত্র্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) কাছে বিশেষ আর্জি এক কেন্দ্রীয় মন্ত্রীর। জীবন বিমা ও মেডিক্য়াল ইনসুরেন্স থেকে জিএসটি প্রত্যাহারের আর্জি জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করি (Nitin Gadkari)। জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে চিঠি লিখে জীবনবিমা ও মেডিক্যাল ইন্সুরেন্সের প্রিমিয়ামের উপর থেকে জিএসটি (GST) প্রত্যাহারের আর্জি জানিয়েছেন।

এবারের বাজেট পেশের পর থেকেই বঞ্চনা, বিভাজন, কম বরাদ্দের অভিযোগ তুলেছে বিভিন্ন মহল। এবার মোদী সরকারের কেন্দ্রীয় মন্ত্রীও একই সুরে অর্থমন্ত্রীর কাছে বিশেষ আর্জি জানালেন।

জানা গিয়েছে, নাগপুর ডিভিশনাল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন এমপ্লয়িজ ইউনিয়নের তরফে কেন্দ্রীয় মন্ত্রী তথা নাগপুরের সাংসদ নিতিন গড়করির কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। এরপরই তাদের দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে তুলে ধরেন নিতিন গড়করি।

সড়ক ও পরিবহন মন্ত্রী চিঠিতে লিখেছেন “ইউনিয়নের তরফে জীবনবিমা ও মেডিক্যাল ইন্সুরেন্সের প্রিমিয়ামের উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। জীবনবিমা ও মেডিক্যাল ইন্সুরেন্সের প্রিমিয়ামের উপরে ১৮ শতাংশ জিএসটি দিতে হয়। জীবনবিমার প্রিমিয়ামে জিএসটি বসানো জীবনের অনিশ্চয়তার উপরে জিএসটি বসানোর সমান।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, “যে ব্যক্তি অনিশ্চিত জীবন থেকে পরিবারকে সুরক্ষা দিতে চান, তার বিমার প্রিমিয়ামের উপরে কর বসানো উচিত নয়। একইভাবে মেডিক্যাল ইন্সুরেন্সে ১৮ শতাংশ জিএসটি এই ব্যবসার বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। স্বাস্থ্য বিমা সমাজের জন্য অত্যন্ত জরুরি। তাই এই দুই বিমা ক্ষেত্র থেকে জিএসটি প্রত্যাহারের আর্জি জানানো হচ্ছে।”

কেন্দ্রীয় মন্ত্রীর এই আর্জি অর্থমন্ত্রী রাখেন কি না, তাই-ই এখন দেখার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x