Money Vastu Tips: আয়ের চেয়ে ব্যয় বাড়ছে তরতরিয়ে! ঘরের এই নিয়মগুলির রদবদল করলেই খেলা শেষ - Bengali News | Following these house rules will bring in money - 24 Ghanta Bangla News

Money Vastu Tips: আয়ের চেয়ে ব্যয় বাড়ছে তরতরিয়ে! ঘরের এই নিয়মগুলির রদবদল করলেই খেলা শেষ – Bengali News | Following these house rules will bring in money

0

বাস্তুশাস্ত্র মতে,ঘরের প্রধান দরজা পূর্ব বা উত্তর দিকে থাকা খুব শুভ বলে মনে করা হয়। মনে করা হয়, এদিকে দরজা থাকলে সংসার ফুলে-ফেঁপে ওঠে। সম্পদ ও সমৃদ্ধি বজায় থাকে সারাজীবন। তবে দরজারা সামনে উত্তরদিকে যেন কোনও আসবাবপত্র না থাকে, সেদিকে খেয়াল রাখা উচিত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x