Money Vastu Tips: আয়ের চেয়ে ব্যয় বাড়ছে তরতরিয়ে! ঘরের এই নিয়মগুলির রদবদল করলেই খেলা শেষ – Bengali News | Following these house rules will bring in money

বাস্তুশাস্ত্র মতে,ঘরের প্রধান দরজা পূর্ব বা উত্তর দিকে থাকা খুব শুভ বলে মনে করা হয়। মনে করা হয়, এদিকে দরজা থাকলে সংসার ফুলে-ফেঁপে ওঠে। সম্পদ ও সমৃদ্ধি বজায় থাকে সারাজীবন। তবে দরজারা সামনে উত্তরদিকে যেন কোনও আসবাবপত্র না থাকে, সেদিকে খেয়াল রাখা উচিত।