Hyderabad: বাল্যবন্ধুকেও বিশ্বাস করা যাবে না? চাকরির আনন্দে পার্টি, আর সেখানেই... - Bengali News | Hyderabad woman invites childhood friend to celebrate new job, he and his cousin gangrape her - 24 Ghanta Bangla News

Hyderabad: বাল্যবন্ধুকেও বিশ্বাস করা যাবে না? চাকরির আনন্দে পার্টি, আর সেখানেই… – Bengali News | Hyderabad woman invites childhood friend to celebrate new job, he and his cousin gangrape her

0

বাল্যবন্ধু এতটা পাল্টে গিয়েছে ভাবতেই পারেননি যুবতীImage Credit source: Meta AI

হায়দরাবাদ: সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি পেয়েছিলেন। সেই আনন্দ ভাগ করে নিতে চেয়েছিলেন শৈশবের বন্ধুদের সঙ্গে। কিন্তু, স্কুলের একেবারে নীচু ক্লাসে যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল, তাদেরও যে বিশ্বাস করা যায় না, তা ভাবতেও পারেনি ২৪ বছরের যুবতী। আর তারই বড় খেসারত দিতে হল তাঁকে। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, ওই যুবতীকে ধর্ষণ করেছে তাঁর ওই বাল্যবন্ধু সহ দুই পুরুষ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদে।

জানা গিয়েছে, হায়দরাবাদের বাসিন্দা ওই ২৪ বছরের যুবতী, সম্প্রতি এক নামী সফ্টওয়্যার সংস্থায় চাকরি পেয়েছিলেন। গৌতম রেড্ডি নামে তাঁর এক বাল্যবন্ধু, তাঁর এই কৃতিত্ব উদযাপনের জন্য তাঁকে পার্টি দিতে অনুরোধ করেছিল। ছেলেবেলার বন্ধুর সেই প্রস্তাবে সম্মতি জানান ওই যুবতী। গৌতম ছিল ওই যুবতীর স্কুলের সহপাঠী। এরপর, গৌতম ও তাঁর আরও দুই বন্ধুকে নিয়ে হায়দরাবাদের বনস্থলীপুরম এলাকার একটি রেস্তোরাঁ-কাম-বারে পার্টি করতে গিয়েছিলেন ওই যুবতী। তাঁর অভিযোগ অনুসারে, তিনি এবং তাঁর বন্ধুরা বনস্থলীপুরমের ওই রেস্তোরাঁয় মদ্যপান করেছিলেন।

ওই রেস্তোরাঁর সঙ্গে একটি হোটেলও ছিল। মদ্যপানের পর গৌতম ওই যুবতীকে সেই হোটেলের একটি ঘরে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ। যুবতী মদ্যপ অবস্থায় ছিলেন। তার সুযোগ নিয়ে সেই হোটেলের ঘরে তাঁর শৈশবের বন্ধু গৌতম তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। একটু পরে, গৌতমের এক খুড়তুতো ভাইও ওই ঘরে আসে এবং সেও যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন তিনি।

এরপর, তারা দুজন ওই জায়গা ছেড়ে চলে যায়। সেই সময় যুবতী তাঁর ভাইকে সেখানে ডাকেন এবং তাঁকে তার নির্যাতনের কথা জানান। তারপর ভাইয়ের সঙ্গে গিয়ে পুলিশে এই বিষয়ে অভিযোগ জানান। পুলিশ তাঁর অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে। এদিন হায়দরাবাদের এক হাসপাতালে যুবতীর মেডিকেল পরীক্ষাও করানো হয়। এদিকে, এই ঘটনার পর থেকেই পলাতক গৌতম রেড্ডি ও তার খুড়তুতো ভাই। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং এই বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x