Thyroid: অবসাদে ভোগেন, ক্লান্তি লাগে, থাইরয়েডে আক্রান্ত নন তো? আর কোন লক্ষণ দেখলে সাবধান হবেন? – Bengali News | Signs and symptoms of thyroid you must know

খুব একটা শীত নেই, তবু আপনার বেজায় ঠাণ্ডা লাগে? হতে পারে আপনি হয়তো থাইরয়েডে আক্রান্ত। শরীর যথেষ্ট পরিমাণে ক্যালরি না ঝরিয়ে যদি সঞ্চয় করে রাখে তাহলে অতিরিক্ত ঠান্ডা লাগে, যা থাইরয়েডের লক্ষণ হতে পারে।