PARIS 2024, DAY 1 ROUND UP: প্যারিস অলিম্পিকের প্রথম দিন ভারতের পদক আশা জিইয়ে রাখলেন মনু - Bengali News | Paris Olympics 2024: DAY 1 India's Match Results, Medal, Upsets in Paris 2024 - 24 Ghanta Bangla News

PARIS 2024, DAY 1 ROUND UP: প্যারিস অলিম্পিকের প্রথম দিন ভারতের পদক আশা জিইয়ে রাখলেন মনু – Bengali News | Paris Olympics 2024: DAY 1 India’s Match Results, Medal, Upsets in Paris 2024

0

কলকাতা: গ্রেটেস্ট শো অন দ্য আর্থের শুভারম্ভ হয়ে গিয়েছে। এমনিতে কয়েক দিন আগে অলিম্পিকের বিভিন্ন ইভেন্ট শুরু হয়ে গিয়েছে। কিন্তু খাতায়-কলমে দেখতে হলে, আজ, শনিবার প্যারিস অলিম্পিকের প্রথম দিন। দিনের শুরুটা হয়েছিল রোয়িং দিয়ে। আর শেষটা হয়েছে বক্সিং দিয়ে। এক ঝলকে দেখে নিন প্যারিস গেমসের প্রথম দিন ভারতের প্রাপ্তির ঝুলি কতটা ভরল। নাকি অপ্রাপ্তির খাতা লম্বা হল।

১. রোয়িং, মেনস সিঙ্গলস স্কালস – দিনের শুরুতে রোয়িংয়ে পুরুষদের সিঙ্গলস স্কালসের হিটে নেমেছিলেন বলরাজ পানওয়ার। প্রথম হিটে চার নম্বরে শেষ করেন ভারতের বলরাজ পানওয়ার। অল্পের জন্য ইজিপ্টের প্রতিনিধিকে টপকাতে পারলেন না বলরাজ। তিনি রেপেচেজের জন্য কোয়ালিফাই করেছেন।

২. শুটিং, ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম কোয়ালিফিকেশন – ভারতীয় সময় অনুযায়ী শনি-দুপুরে প্যারিসের শুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিমের হয়ে নেমেছিলেন – অর্জুন বাবুতা ও রমিতা জিন্দাল এবং সন্দীপ সিং ও এলাভেনিল ভালারিভান। রমিতা-অর্জুন শেষ করেন ৬ নম্বরে। তাঁদের পয়েন্ট ৬২৮.৭। মাত্র ১.২ পয়েন্টের জন্য প্রথম চারে জায়গা করতে পারেনি তাঁরা। এলাভেনিল ও সন্দীপ ১২তম স্থানে শেষ করেন। তাঁদের পয়েন্ট ৬২৬.৩।

৩. শুটিং, ১০ মিটার এয়ার পিস্তল মেনস কোয়ালিফিকেশন – প্যারিস অলিম্পিকের এই ইভেন্টে সরবজোৎ সিং ও অর্জুন সিং চিমা নেমেছিলেন। ৬ সিরিজ শেষে মোট ৫৭৭ (১৬X) পয়েন্টে শেষ করেন সরবজোৎ সিং। চতুর্থ সিরিজে ১০০ পয়েন্ট অর্জন করেছিলেন সরবজোৎ। কিন্তু তাতেও লাভ হয়নি। শেষ অবধি তিনি ৯ নম্বরে শেষ করেন। আর অর্জুন ৫৭৪ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে শেষ করেন।

৪. শুটিং, মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল কোয়ালিফিকেশন – প্যারিস অলিম্পিকের এই ইভেন্টে নেমেছিলেন ভারতের মনু ভাকের ও রিদম সাংওয়ান। ৫৮০ পয়েন্ট অর্জন করে মনু ফাইনালে উঠেছেন। অলিম্পিকে গত ২০ বছরে ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠলেন মনু। আর ৫৭৩ পয়েন্ট অর্জন করে ১৫ নম্বরে শেষ করেন রিদম।

৫. ব্যাডমিন্টন, পুরুষদের সিঙ্গলসে জয় দিয়ে শুরু তরুণ তুর্কি লক্ষ্য সেনের। গুয়াতেমালার কেভিন কর্ডনের বিরুদ্ধে প্রথম গেমে ২১-৮ দাপুটে জয়। পরের গেমে দুর্দান্ত প্রত্যাবর্তন। ৪২ মিনিটেই ২১-৮, ২২-২০ ব্যবধানে জয় লক্ষ্য সেনের। ২৯ জুলাই বেলজিয়ামের জুলিয়েন কারাগির বিরুদ্ধে খেলবেন লক্ষ্য।

৬. ব্যাডমিন্টন: পুরুষদের ডাবলসে দুর্দান্ত শুরু সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটির। প্রথম ম্যাচ স্ট্রেট গেমে জিতলেন সাত্বিকরা। আয়োজক ফ্রান্সের লুকাস কর্ভি-রনান লেবার জুটিকে ৪৬ মিনিটের লড়াইয়ে ২১-১৭, ২১-১৪ ব্যবধানে হারায় ভারতীয় জুটি। তৃতীয় বাছাই সাত্বিকরা পরের রাউন্ডে ২৯ জুলাই খেলবেন জার্মান জুটির বিরুদ্ধে।

৭. টেবল টেনিস, পুরুষদের সিঙ্গলসের মূল পর্বে পৌঁছলেন ভারতের হরমীত দেশাই। প্রাথমিক পর্বে জর্ডনের জায়েদ আবো ইয়ামানকে ৪-০ ব্যবধানে হারান হরমীত। মাত্র ৩০ মিনিটেই জয় নিশ্চিত করেন। পরবর্তী রাউন্ডে বিশ্বের পাঁচ নম্বর তারকা ফ্রান্সের ফেলিক্স লেবরুনের বিরুদ্ধে খেলবেন হরমীত।

৮. হকি: অলিম্পিক হকিতে দুর্দান্ত শুরু ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জয়। ম্যাচের প্রথম কোয়ার্টারেই পিছিয়ে পড়ে ভারত। দুর্দান্ত প্রত্যাবর্তনে লিডও নেয়। কিন্তু শেষ কোয়ার্টারে ফের সমতা ফেরায় নিউজিল্যান্ড। ম্যাচ শেষের মাত্র ২ মিনিট আগে পেনাল্টি স্ট্রোক থেকে জয়সূচক গোল ক্যাপ্টেন হরমনপ্রীত সিংয়ের।

৯. ব্যাডমিন্টন, মহিলাদের ডাবলসে প্রথম ম্যাচে হার অশ্বিনী পোনাপ্পা-তনিশা ক্রেস্টো জুটির। স্ট্রেট সেটেই হার ভারতীয় জুটির। ২৯ জুলাই জাপানের চতুর্থ বাছাই জুটির বিরুদ্ধে নামবেন অশ্বিনীরা।

১০. টেনিস: পুরুষদের ডাবলসে নামার কথা ছিল রোহন বোপান্না-শ্রীরাম বালাজী জুটির। কিন্তু প্যারিসের আবহাওয়া সঙ্গ দিল না। রোলাঁ গারোর আউট সাইড কোর্টে ডাবলসের খেলা ছিল। প্রবল বৃষ্টির কারণে কোর্টে জল জমে ছিল। অপেক্ষা করেও লাভ হয়নি। ম্যাচ গড়িয়েছে দ্বিতীয় দিনে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x