দুই হাত কেটে নিল প্রথমে, তারপর গলায় কোপ! প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন যুব নেতা – Bengali News | Severed Hands, Then cut in Neck, Youth Leader of YSR Congress hacked to Death in Andhra Pradesh

দুই হাত কেটে নিল প্রথমে, তারপর গলায় কোপ! প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন যুব নেতা – Bengali News | Severed Hands, Then cut in Neck, Youth Leader of YSR Congress hacked to Death in Andhra Pradesh

প্রকাশ্য রাস্তায় খুন ওয়াইএসআর কংগ্রেস নেতা।Image Credit source: Twitter

অমরাবতী: ক্ষমতা হারাতেই রোষানলে? প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করা হল অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির দলের যুব শাখার সদস্যকে। বুধবার রাতে অন্ধ্র প্রদেশের পালনাডু জেলায় প্রকাশ্য রাস্তায় দাঁ দিয়ে হামলা করা হয় ওয়াইএসআর কংগ্রেসের ওই কর্মীর উপরে। একের পর এক কোপ বসানো হয়। হামলাকারী দাঁয়ের কোপে দুই হাতই শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। এরপর গলায় কোপ বসায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কর্মীর।

পুলিশের তরফে জানানো হয়েছে, রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। মাঝ রাস্তায়, চলন্ত গাড়িঘোড়ার মাঝেই ওয়াইএসআর কংগ্রেসের যুব শাখার কর্মী শেখ রশিদের উপরে হামলা চালায় এক ব্যক্তি। হামলাকারীর নাম শেখ জিলানি। ভরা রাস্তাতেই সকলের সামনে রশিদকে খুন করে জিলানি।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হামলাকারীর হাতে দাঁ ছিল। সে রশিদের শরীরে একের পর এক কোপ বসিয়েছিল। প্রথমে তাঁর দুই হাত কেটে শরীর থেকে আলাদা করে দেয়। এরপরে ঘাড়ে কোপ বসায়। তখনই মৃত্যু হয় রশিদের। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ, যেখানে হামলা ও খুনের ঘটনা ধরা পড়েছে।

জেলা পুলিশের প্রধান কাঞ্চি শ্রীনিবাস রাও জানিয়েছেন, রাজনৈতিক রেষারেষি বা প্রতিদ্বন্দ্বিতা নয়, ব্যক্তিগত শত্রুতার কারণেই এই খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। বিনুকোন্ডা শহরে কড়া সতর্কতা জারি করা হয়েছে। কেউ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেই জানানো হয়েছে।

Source link

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *