Kolkata: ২৩ বৃক্ষরোপণ, ৮০ চারাগাছ বিলি করে নজির গড়ল বাঁশদ্রোণী হৃধি – Bengali News | Bashdroni Ridhi Distributed over 80 trees and planted 23 small trees near bashdroni bazar area

কেবল চারাগাছ রোপণ নয়, বিলি করা হয় প্রায় ৮০টি চারাগাছ। এই কাজে সংস্থার স্বেচ্ছাসেবকরা তো ছিলেন, তবে তারই সঙ্গে পথচলতি মানুষদেরও আগ্রহ ছিল চোখে পড়ার মতো।