ছোট ছেলেকে মনের মত তৈরি করতে কত কোটি টাকা ঢালছেন শাহরুখ? - Bengali News | Shah rukh khan spend this amount of money for abram education know all details - 24 Ghanta Bangla News

ছোট ছেলেকে মনের মত তৈরি করতে কত কোটি টাকা ঢালছেন শাহরুখ? – Bengali News | Shah rukh khan spend this amount of money for abram education know all details

0

শাহরুখের ছোট্ট নবাব আব্রাহম খান। জন্ম লগ্ন থেকে বারবার যাকে নিয়ে খবর তৈরি হয়েছে। তার সারোগেসিতে জন্মই প্রথম খবর। তা নিয়ে রীতিমত তোলপাড় হয়েছিল বলিউড। শাহরুখ খান পরবর্তীতে জানিয়েছিলেন তিনি গৌরীর শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আব্রাহম তাঁর চোখের মনে। ছোট থেকেই আব্রাহমকে সব জায়গায় তিনি নিয়ে যান। নিজের সঙ্গে সঙ্গে রাখেন। একাধিকবার ফ্রেমবন্দি হতে দেখা যায় বাবা ছেলে জুটিকে। কখনও খেলার মাঠে ছেলেকে নিয়ে মজা করছেন, কখনও আবার তার স্কুলে অভিভাবক শাহরুখ, আব্রামকে সব সময় আগলেই রাখেন তিনি।

খুনসুটিতে মত্ত এই জুটিকে নিয়ে বরাবরই চর্চা হয়। তবে শাহরুখও তাঁর সন্তানদের নিয়ে বেজায় যত্নশীল। আব্রাহমের প্রতিটা সাফল্যে তার সঙ্গে থাকেন কিং। যে স্কুলে সুহানা খান পড়েছেন, সেই ধীরুভাই আন্তর্জাতিক স্কুলে নাম লেখান আব্রাহম। যেখানে মাস পিছু তার মাইনে দেড় থেকে ২ লাখ টাকা। বছরে আব্রাহমের স্কুলের পিছনে শাহরুখ খানের খরচ হয় প্রায় ২০ লাখের কাছাকাছি। এছাড়াও ছেলের ছোটখাটো বাইনা তো রয়েছেই।

পোশাক থেকে শুরু করে তার খেলনা, কেরাটে ক্লাসে খরচ, প্লে-স্কুল পিছু মোটা টাকা খরচ করে থাকেন তিনি। নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি সন্তানদের জন্যই সঞ্চয় করেন। নিজের সব কিছুই পান তিনি বিভিন্ন ব্র্যান্ড থেকেই। দামি জুতোও আসে সেখান থেকেই। তিনি নিজে কিছুই কেনেন না বলে দাবি করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x