Jalpaiguri: চরম অস্থিরতা, মুখে রক্তের দাগ, চা বাগানের ভিতর থেকে ভেসে আসে চিতাবাঘের হুঙ্কার… – Bengali News | Jalpaiguri A full grown cheetah was again caught in the cage of the forest department

খাঁচাবন্দি চিতাবাঘImage Credit source: TV9 Bangla
জলপাইগুড়ি: ফের বনদফতরের পাতা খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতা বাঘ। সোমবার ডুয়ার্সের বানারহাট ব্লকের রিয়াবাড়ি চা বাগানে খাঁচা বন্দি অবস্থায় চিতা বাঘটিকে দেখতে পান বাগানের শ্রমিকরা। বাগানে কাজে যোগ দিতে যাবার সময় চিতার গর্জন শুনতে পান।শব্দের উৎস সন্ধানে এগোতে থাকেন চা বাগানের শ্রমিকরা। দেখতে পান বনদফতরের পাতা ফাঁদে ধরা পড়েছে বাঘ।
শ্রমিকরা জানাচ্ছেন, বাঘটি এতটাই হুঙ্কার দিচ্ছিল, আর অস্থির ছিল, যেন খাঁচা ভেঙে বেড়িয়ে আসার চেষ্টা করছিল সে। খাঁচার ভেতরে লাফালাফি করতে গিয়ে চিতা বাঘটি সামান্য আহত হয়। তার মুখের সামনে অংশও রক্তাক্ত হয়।
বনদফতর সূত্রে খবর, রিয়া বাড়ি চা বাগানের ৮ নম্বর সেকশনে পূর্ণবয়স্ক পুরুষ চিতা বাঘটি খাঁচা বন্দি হয়েছে। বেশ কিছুদিন থেকে এই বাগানে চিতা বাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন বাগানের শ্রমিকরা, যার ফলে আতঙ্ক ছড়িয়েছিল শ্রমিকদের মধ্যে। উদ্ধারের পর কিছুটা হলেও আতঙ্কমুক্ত বাগানের শ্রমিকরা।
খাঁচাবন্দি চিতা বাঘটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছাড়া হবে বলে জানিয়েছে বনদফতর।