Yuvraj Singh: সর্বকালের সেরা একাদশ বাছলেন যুবরাজ সিং, নেই তাঁর দুই ক্যাপ্টেন – Bengali News | Yuvraj singh snubs ms dhoni as he names his all time xi watch video

Yuvraj Singh: সর্বকালের সেরা একাদশ বাছলেন যুবরাজ সিং, নেই তাঁর দুই ক্যাপ্টেন
Image Credit source: X
কলকাতা: ২২ গজে ফের একটা ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত। বার্মিংহ্যামে বসেছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের ফাইনালের আসর। সেখানে অবসর নেওয়া ক্রিকেটাররা খেলেন। ফাইনালে ৫ বল বাকি থাকতেই পাকিস্তানকে হারিয়ে খেতাব জিতেছে ইন্ডিয়া চ্যাম্পয়ন্স। ম্যাচের শেষে ভারত অধিনায়ক যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) সামনে এক সঞ্চালিকা প্রশ্ন রাখেন, তাঁর মতে সর্বকালের সেরা একাদশ কী। যুবি বেছে নিয়েছেন তা। চমক হল এই যে, তাতে নেই যুবির দুই ক্যাপ্টেন।
তাঁর কোন দুই অধিনায়ককে নিজের সর্বকালের সেরা একাদশে রাখলেন না যুবরাজ সিং? এক, সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই, মহেন্দ্র সিং ধোনি। যুবরাজ সিং যে সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, সেই সময় সৌরভ ছিলেন তাঁদের কাছে বাবার মতো। জাহির খান, হরভজন সিং, বীরেন্দ্র সেওয়াগ, মহম্মদ কাইফ ও যুবরাজ সিংদের টিমে আনা, তাঁদের নিরাপত্তা দেওয়ার কাজটা করেছিলেন সৌরভ। তিনি তাঁদের বুঝিয়েছিলেন যে, তাঁরা ব্যর্থ হলেও টিমে থাকবেন। সৌরভ সকলকে এই ভরসা দেওয়া তাঁরা পারফর্ম করতে পেরেছেন দীর্ঘদিন। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২টো বিশ্বকাপ জিতেছেন যুবরাজ সিং। ধোনির সঙ্গে পেশাদারি বন্ধুত্ব যুবরাজের। কিন্তু তারপরও সৌরভ ও ধোনি জায়গা পেলেন না যুবরাজের সর্বকালের সেরা একাদশে।
এক ঝলকে দেখে নিন যুবরাজ সিংয়ের সর্বকালের সেরা একাদশ — সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, মুথাইয়া মুরলীধরন, গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আক্রম ও অ্যান্ড্রু ফ্লিনটপ।
যুবি তাঁর সর্বকালের সেরা একাদশে নিজের নামই রাখেননি। এরপর সঞ্চালিকা তাঁকে ১২ নম্বরে এক ক্রিকেটারের নাম বলতে বলেন, সেই সময় যুবরাজ সিং নিজের নাম বলেন।
— Dev 🇮🇳 (@time__square) July 13, 2024