Anant Ambani Wedding: সারা বছরের বেতন দিয়েও কিনতে পারবেন না, অনন্ত আম্বানীর একটা ব্রোচের দাম কত জানেন? - Bengali News | Anant Ambani wedding, know the price of the brooch, has stone like diamond, emarald - 24 Ghanta Bangla News

Anant Ambani Wedding: সারা বছরের বেতন দিয়েও কিনতে পারবেন না, অনন্ত আম্বানীর একটা ব্রোচের দাম কত জানেন? – Bengali News | Anant Ambani wedding, know the price of the brooch, has stone like diamond, emarald

0

এই সেই মূল্যবান ব্রোচImage Credit source: instagram

মুম্বই: কয়েক মাস ধরে চলা প্রাক বিবাহ পর্বের পর চার হাত এক হল অনন্ত রাধিকার। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির ছেলের বিয়েতে যে হিরে জোহরতের ছড়াছড়ি হবে তা তো বলার অপেক্ষা রাখে না। নীতা আম্বানি থেকে শুরু করে ঈশা, বিয়ের অনুষ্ঠানে প্রত্যেকের সাজ ই নজর কেড়েছে। সোনা, হিরে, চুনি, পান্না কী নেই! তবে নজর এড়ায়নি অনন্ত আম্বানির পোশাক ও।

বিভিন্ন রঙের কুর্তা শেরোয়ানি তো আছেই তবে পাত্রের সাজে চোখ পড়বেই বুকের কাছে লাগানো ব্রচের দিকে। এক একটি অনুষ্ঠানে একেকটি ব্রচ পরেছেন তিনি। বেশির ভাগই কোনো না কোনো প্রাণীর প্রতিকৃতি দিয়ে তৈরি। আর সেগুলি তে রয়েছে কোনও না কোনও মূল্যবান রত্ন।

বিয়ের আগে মোসালু সেরিমনিতে একটি ব্রোচ পরেছিলেন তিনি। নেহরু জ্যাকেটের সঙ্গে আটকানো ছিল সেটি। এটি ছিল প্যান্থেয়ার দে কার্টেয়ার ব্রোচ, যেটি তৈরি করা হয়েছে হোয়াইট গোল্ড আর স্যাফায়ার বা নীলা দিয়ে। এছাড়া আছে বড় আকারের এমারেল্ড বা পান্না আর হিরে।

জানা যাচ্ছে, ওই ব্রোচটির দাম প্রায় ১ লক্ষ ৬২ হাজার মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা ১.৩২ কোটি টাকা। তবে এটি অনন্তের জন্য বিশেষভাবে তৈরি করা, ফলে দাম আরও বেশি হতেও পারে।

এই ব্রোচটি উপহার দিয়েছেন অনন্তের দাদা আকাশ অম্বানী। ২০২৩ সালে বাগদান অনুষ্ঠানে এটি পরেছিলেন তিনি। বিয়ের আগের অনুষ্ঠানেও তাঁকে ফের পরতে দেখা যায় এই ব্রোচ।

তবে এটাই একমাত্র মূল্যবাদ ব্রোচ নয়। একটি পোশাকের সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি বসানো একটি ব্রোচ পাওয়া পরেছিলেন অনন্ত। জামনগরে অনুষ্ঠানের সময় হলুদ হিরে দিয়ে তৈরি সিংহের আকারের ব্রোচ পরতে দেখা গিয়েছিল তাঁকে। আর বিয়ের দিন তাঁর পোশাকের সঙ্গে ছিল হাতির আকারের ব্রোচ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x