EURO 2024: সমস্যায় ফ্রান্সের মাস্কম্যান, এমবাপের জন্য আরও পরিবর্তন! - Bengali News | More changes to Mbappe face mask as France star’s Euro 2024 problems persist - 24 Ghanta Bangla News

EURO 2024: সমস্যায় ফ্রান্সের মাস্কম্যান, এমবাপের জন্য আরও পরিবর্তন! – Bengali News | More changes to Mbappe face mask as France star’s Euro 2024 problems persist

0

ইউরো কাপে এখনও মাত্র একটিই গোল এমবাপের। কিন্তু মাস্ক! তিনটি। সমস্যা কিছুতেই মিটছে না কিলিয়ান এমবাপের। ইউরোর গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে নেমেছিল ফ্রান্স। উবারের আত্মঘাতীয় গোলে এগিয়ে ছিল তারা। শেষ অবধি সেই ১ গোলেই জয়। যদিও ম্যাচের শেষ দিকে হাওয়ায় বল দখলের লড়াইয়ে অস্ট্রিয়া ডিফেন্ডার কেভিন ডানসোর সঙ্গে সংঘর্ষে এমবাপে। এতটাই জোরালো আঘাত, এমবাপের নাক থেকে রক্ত ঝরে। তাঁকে মাঠ ছাড়তে হয়। গ্রুপ পর্বে এমবাপের খেলা নিয়েই আশঙ্কা ছিল। পরবর্তী ম্যাচগুলিতে যাতে এমবাপে খেলতে পারেন, বিকল্প উপায় ভাবছিল ফ্রান্স। এতেও সমস্যা মেটেনি।

নাকে জোরালো আঘাতের কারণেই প্রোটেক্টিভ মাস্ক পরে খেলা শুরু করেন কিলিয়ান এমবাপে। কিন্তু এতেও প্রচণ্ড সমস্যা। বারবার মাস্ক পরিবর্তন করতে হচ্ছে। শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স। শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের বিরুদ্ধে নামার আগে সমাধানের খোঁজে কিলিয়ান এমবাপে। মাস্কের কারণে সামনের দিকে দেখতে তেমন সমস্যা নেই। কিন্তু সাইডে তাকানোর ক্ষেত্রে সমস্যায় পড়ছেন এমবাপে, এমনটাই জানিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ।

কোয়ার্টার ফাইনালের আগে এমবাপের মাস্কে ফের পরিবর্তন করা হতে পারে। এখনও অবধি তিন ম্যাচে ভিন্ন স্টাইলের মাস্ক পরে খেললেও সমস্যা মেটেনি। দিদিয়ের দেশঁ বলছেন, ‘মাস্কের কারণে প্রচণ্ড ঘামও হচ্ছে। যা চোখে সমস্যা করছে। এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এমবাপে। যদিও এর ফলে ওর দেখতে সমস্যা হচ্ছে। সামনের দিকে তাকালে সব কিছুই ঠিকঠাক। কিন্তু সাইডে তাকাতে হলে সমস্যায় পড়ছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x