মোবাইল থেকে টিভি-ফ্রিজ, সস্তা হল ইলেকট্রনিক্স পণ্য, বাজেটের আগেই বড় ধামাকা – Bengali News | Mobile Phone, Television, Fridge, Washing Machine & Other Electronic Gadgets to be Cheaper As GST Reduced, Know Details

মোবাইল থেকে টিভি-ফ্রিজ, সস্তা হল ইলেকট্রনিক্স পণ্য, বাজেটের আগেই বড় ধামাকা – Bengali News | Mobile Phone, Television, Fridge, Washing Machine & Other Electronic Gadgets to be Cheaper As GST Reduced, Know Details

নয়া দিল্লি: বাজেটে সকলের নজর থাকে কোন পণ্যের দাম বাড়ল আর কোন পণ্যের দাম কমল, তার উপরে। তবে বাজেট পর্যন্তও অপেক্ষা করতে হল না, তার আগেই মিলল দারুণ খবর। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে ইলেকট্রনিক্স পণ্যের উপরে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি (GST) কমানো হল। এর জেরে মোবাইল ফোন, টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন সহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের দাম কমবে।

এবার থেকে ২৭ ইঞ্চির টিভি, মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটরের উপরে ৩১.৩ শতাংশ জিএসটি দিতে হবে না। সরকারের তরফে এই জিএসটির হার কমিয়ে ১২ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর ফলে মোবাইলের দাম কমবে।

পাশাপাশি, ২৭ ইঞ্চি বা তার কম আয়তনের টিভির উপরও জিএসটি কমানো হয়েছে। ৩১.৩ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে জিএসটি। তবে ৩২ ইঞ্চি বা তার বেশি আয়তনের স্মার্ট টিভির ক্ষেত্রে ৩১.৩ শতাংশ হারেই জিএসটি দিতে হবে।

এছাড়া ফ্রিজ, ওয়াশিং মেশিন, মিক্সার, জ্যুসার, এলপিজি স্টোভ সহ একাধিক পণ্যেরও জিএসটি কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে।

Source link

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *