Investment in Share Market: শেয়ারে মার্কেটে ১ লক্ষ টাকা ঢাললেই মাসে ৮ হাজার, গ্রামবাসীর বিশ্বাস জিতেই বেপাত্তা দাসপুরের দম্পতি - Bengali News | 8 thousand per month by pouring 1 lakh rupees in the share market, couple of Daspur disappeared after taking money - 24 Ghanta Bangla News

Investment in Share Market: শেয়ারে মার্কেটে ১ লক্ষ টাকা ঢাললেই মাসে ৮ হাজার, গ্রামবাসীর বিশ্বাস জিতেই বেপাত্তা দাসপুরের দম্পতি – Bengali News | 8 thousand per month by pouring 1 lakh rupees in the share market, couple of Daspur disappeared after taking money

0

দাসপুর: শেয়ার মার্কেটে টাকা ঢালার নামে বড় অঙ্কের প্রতারণার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বেনাই এলাকায়। শেয়ার মার্কেটে এক লক্ষ টাকা দিলে মাসে মাসে পাওয়া যাবে ৮ হাজার টাকা সুদ। এমনই প্রলোভন দেখিয়ে গ্রামের মহিলাদের কাছ থেকে টাকা তোলা হয়েছে। আর তারপরই বাড়িতে তালা দিয়ে গায়েব দম্পতি। অভিযোগ উঠছে এমনটাই। টাকা ফেরত পেতে একজোট হলেন গ্রামের প্রতারিত মহিলারা। সোজা গেলেন পুলিশের কাছে। 

তাঁরা অভিযোগের আঙুল তুলছেন বেনাই এলাকারই হারু পাল ও তনুশ্রী পালের বিরুদ্ধে। অভিযোগ, গোটা বছর টাকা তুলেছেন। কয়েক মাসের সুদের টাকা ফেরতও দিয়েছেন। এটা দেখেই টাকা ঢালতে আগ্রহী হন এলাকার অন্যান্য মহিলারও। তা দেখেই এলাকার আরও ২০০ জনেরও বেশি মহিলা টাকা দেন ওই দম্পতিকে। সূত্রের খবর, কেউ কেউ তো এক লক্ষ থেকে দু লক্ষ পর্যন্ত টাকা দিয়েছেন হারু-তনুশ্রীকে। কিন্তু, তারা যে এই কাজ করতে পারেন তা দুঃস্বপ্নেও ভাবতে পারনেননি তাঁরা। সকলেই বলছেন, ভরসা-বিশ্বাসের সুযোগ নিয়ে গ্রামের লোকই যে বিশ্বাসঘাতকতা করতে পারে তা ভাবিনি। 

এই খবরটিও পড়ুন

এলাকার লোকজন বলছেন, ওরা তো কয়েক মাসের টাকাও ফেরত দেয়। কিন্তু তারপর ওই দম্পতি আচমকা বেপাত্তা হয়ে যায়। প্রায় ৬ মাস আর কেউ টাকা না পেতেই সন্দেহ বাড়তে থাকে। বুঝতে পারেন যে তাঁরা প্রতারিত হয়েছেন। এরপরই এদিন দল বেঁধে দাসপুর থানায় গিয়ে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন। অভিযোগ পেতেই দাসপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ চলছে এলাকায়। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত দম্পতির কোনও খোঁজ পাওয়া যায়নি। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x