স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন! কোন মহিলাকে নিয়ে বিদেশে পাড়ি অনির্বাণের? – Bengali News | Actor anirban bhattacharya went to abroad with whom check it out
স্ত্রী মধুরিমা গোস্বামীর সঙ্গে নাকি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বিচ্ছেদ হয়েই গিয়েছে!– এই খবরে ছয়লাপ সামাজিক মাধ্যম। এরই মধ্যে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। সামনে এল অনেক অজানা সত্যি। রটনা আর সত্যির মধ্যে যে কতটা ফারাক– তা প্রায় প্রমাণ হয়েই গেল। সম্প্রতি অনির্বাণ ভট্টাচার্য পাড়ি দিলেন বিদেশে। নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC) যোগ দিতে শিকাগোই তাঁর গন্তব্য এখন। বিমানবন্দরে তাঁর সেই ছবি ইতিমধ্যেই হয়েছে ক্যামেরাবন্দি। না অনির্বাণ একা জাননি সেখানে। পাশে কে জানেন? যাকে নিয়ে এত আলোচনা, এত গুঞ্জন সেই মধুরিমা গোস্বামী, তাঁর ভালবাসার মানুষকেই দেখা গেল অভিনেতার পাশে। বিচ্ছেদের গুঞ্জন যতই থাকুক না কেন স্ত্রীকে সঙ্গে নিয়েই দেশ ছাড়লেন তিনি।
প্রসঙ্গত, বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অতীতে মুখ খুলেছিলেন মধুরিমা। টিভিনাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, যা শোনা যাচ্ছে তা নেহাতই রটনা। তিনি বলেন, “সত্যি যদি আমার আর অনির্বাণদার বিবাহবিচ্ছেদ ঘটত, একটু খারাপ লাগত এই ফোনটা এলে। তবে বিষয়টা যেহেতু সত্যি নয়, আমি কিছু মনে করছি না বরং খোলাখুলি বলতে চাইছি যে পুরোটাই গুজব।”
স্ত্রী মধুরিমা অভিনেতাকে আজও ‘দাদা’ সম্বোধনই করে থাকেন। বিবাহিত সম্পর্কে ‘দাদা’র আগমন কেন? হাসতে হাসতে মধুরিমা বলেছিলেন, “১২ বছর ধরে আমার এবং অনির্বাণদার সম্পর্ক। অনেক ছোট বয়স থেকে তাঁকে আমি চিনি। দাদা বলাটা প্রথম থেকেই। তাই একেবারেই ছাড়তে পারিনি। এখনও মুখ থেকে দাদা শব্দটা বেরিয়ে আসে।”