গাড়ির মধ্যে ছিল ওইসব, একসঙ্গে চারজনকে ধরল পুলিশ - Bengali News | Canning: 12kg marijuana Detain By Police in Canning in South 24 pargana - 24 Ghanta Bangla News

গাড়ির মধ্যে ছিল ওইসব, একসঙ্গে চারজনকে ধরল পুলিশ – Bengali News | Canning: 12kg marijuana Detain By Police in Canning in South 24 pargana

0

ক্যানিং: চার চাকা গাড়িতে চড়ে বাসন্তী যাচ্ছিল চার নাবালক। অভিযোগ, সঙ্গে ছিল গাঁজা। আর পুলিশের কাছে সেই খবর ছিল আগে থেকেই। সেই মতো তল্লাশি চালাতেই উদ্ধার ১২ কেজি গাঁজা। ধৃত চারজন।

রবিবার ভোর রাতে দক্ষিণ ২৪ পরগনা ক্যানিংয়ের মাতলা সেতুর কাছের ঘটনা। তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত চার জনকে। আটক করা হয় একটি চার চাকা গাড়িও। পুলিশের দাবি, ওই গাড়িতে করেই তিন নাবালক সহ মোট চারজন গাঁজা নিয়ে বাসন্তীর দিকে যাচ্ছিল পাচারের উদ্দেশ্যে। ক্যানিং থানার পুলিশের হাতে ধরা পড়ে যায় সেগুলি। ধৃতদের বাড়ি বাসন্তী থানার চুনাখালি।

তবে তারা কোথা থেকে ওই গাঁজা আনছিল এবং কোথায় সেগুলি পাচার করা হচ্ছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের সোমবার আলিপুর আদালতে তোলা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ১০ কেজি গাঁজা উদ্ধার করেছিল তমলুকের পুলিশ। সেই সময় গ্রেফতার করা হয় মৃণাল বিশ্বাস ও জগন্নাথ বিশ্বাস নামে ২ জনকে। দুজনেরই বাড়ি বেলঘরিয়ায় বলে জানা যায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের তল্লাশি করেছিল। আর তারপরই উদ্ধার হয়েছে গাঁজা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x