Kanchanjunga Express Accident Update: বিভীষিকার রাত কাটতে না কাটতেই আবারও দুর্ঘটনা সেই রাঙাপানিতে - Bengali News | Kanchanjunga Express Accident Update: One Person Badly Injured In Rangapni While Doing Work Kanchanjunga Express Rescue operation - 24 Ghanta Bangla News

Kanchanjunga Express Accident Update: বিভীষিকার রাত কাটতে না কাটতেই আবারও দুর্ঘটনা সেই রাঙাপানিতে – Bengali News | Kanchanjunga Express Accident Update: One Person Badly Injured In Rangapni While Doing Work Kanchanjunga Express Rescue operation

0

রাঙাপানি: রাঙাপানিতে ঠিক কী হচ্ছে? সোমবার এত বড় ট্রেন দুর্ঘটনা ঘটল। তার আতঙ্ক এখনও কাটেনি। বিভীষিকার মধ্যেই মঙ্গলবার রাত প্রায় ৩টে ২০ নাগাদ শিয়ালদহে ঢুকেছে অভিশপ্ত সেই কাঞ্চনজঙ্ঘা। কিন্তু ওই এলাকায় দুর্ঘটনা যেন পিছুই ছাড়ছে না। আবারও রাঙাপানিতে ঘটল অঘটন। লাইন মেরামতির কাজ করতে গিয়ে আহত হলেন শ্রমিক। ফাটল মাথা। জখম শ্রমিকের নাম চন্দন মণ্ডল।

আজ সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেখানে। সেই বৃষ্টি মাথায় নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন রেলকর্মীরা। জানা যাচ্ছে, তাঁদের মধ্যে ছিলেন চন্দন মণ্ডলও। ইলেকট্রিক ওভারহেড তার খুলতে গিয়ে সেটি চন্দনবাবুর মাথায় পড়ে। গুরুতর জখম হন তিনি। দ্রুত তাঁকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। মাথায় ব্যান্ডেজ করা হয়েছে তাঁর।

উল্লেখ্য, যে স্থানে এই দুর্ঘটনা ঘটেছে সেখানে বর্তমানে চলছে লাইন মেরামতির কাজ। একটি লাইন ইতিমধ্যেই খুলে দেওয়াও হয়েছে ইতিমধ্যেই। ধীর গতিতে চলছে দূরপাল্লার ট্রেন। কিন্তু এর মধ্যেও একটি লাইনে কাজ শেষের পর অন্য আরও একটি লাইনেও মেরামতির কাজ শুরু হয়েছে। লাইনটি পরীক্ষার পর আজ বিকেল নাগাদ খুলে দেওয়া হতে পারে সেটিও। পাশাপাশি এ দিন সকাল দশটা নাগাদ বৈঠকে বসবে রেলওয়ে সেফটি কমিশন। জিঞ্জাসাবাদ করা হবে রেলকর্মীদের। খতিয়ে দেখা হবে কাগজপত্র। এলাকায় আসতে পারে সেফটি কমিশন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x