Cristiano Ronaldo: শেষ ইউরো কাপ জেতার নেশায় বুঁদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো – Bengali News | Ahead of Portugal vs Czech Republic Euro Cup 2024 match Cristiano Ronaldo says Portugal deserve to win
শেষ ইউরো কাপ জেতার নেশায় বুঁদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোImage Credit source: Cristiano Ronaldo X
কলকাতা: সব স্বপ্ন সকলের সত্যি হয় না। ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডেরও (Cristiano Ronaldo) সব স্বপ্ন পূরণ হয়নি। সেই ২০১৬ সালে শেষ বার ইউরো কাপ (Euro Cup) জিতেছিল পর্তুগাল (Portugal)। তারপর আর ওই ট্রফি পর্তুগাল শিবিরের রাস্তাতেও যায়নি। ফুটবল মহল বলছে কেরিয়ারের শেষ লগ্নে দাঁড়িয়ে সিআর সেভেন। তাই শেষ ইউরো কাপ জেতার নেশায় বুঁদ পর্তুগিজের সুপারস্টার।
এখন ১৬-১৭র ঝলকে মুগ্ধ ফুটবল বিশ্ব। আর ঠিক সেই সময়েই চল্লিশের এক বুড়ো নামছেন ইউরো কাপে। যাঁকে বাতিলের তালিকায় আজও ফেলা যায়নি। পর্তুগাল যেমন প্রাসঙ্গিক, রোনাল্ডোও তেমনই। চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে আজ শুরু থেকে খেলবেন সিআর সেভেন। শুধু কি তাই, পর্তুগালের আক্রমণের মুখও তিনি। রোনাল্ডো প্রবলভাবে চাইছেন এ বার ইউরো কাপ আসুক পর্তুগালে।
নিজে মহাতারকা, কিন্তু রোনাল্ডোর ভরসা এ বারের ইউরোতে দলের তরুণরা। চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইউরো সফর শুরু করার আগে এক সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছেন, তাঁর ইচ্ছে, দলের পরিকল্পনার কথা। তিনি বলেন, ‘আমার মনে হয় পর্তুগালের বর্তমান প্রজন্ম ইউরো কাপ জেতার ক্ষমতা রাথে। অনেকেই প্রশ্ন করছে আমরা সেমিফাইনাল খেলব কিনা? আমার আশা এই টিমটা তার থেকেও ভালো পারফর্ম করবে।’
একদিনে সাফল্য আসে না। তাড়াহুড়ো করলেও সাফল্য আসে না। এ বারের ইউরো সফর শুরুর আগে রোনাল্ডো বলেছেন, ‘আমাদের কিন্তু ধাপে ধাপে এগোতে হবে। প্রতিটা মুহূর্তকে উপভোগ করে এবং ঠাণ্ডা মাথায় নিজেদের দায়িত্ব পালন করতে হবে। বিশ্বাস রাখতে হবে যে, সেটা সম্ভব। আমার দল তৈরি। আমি নিশ্চিত, তা করতে পারলে সাফল্য আসবেই।’
রোনাল্ডো আর রেকর্ড একে অপরের পরিপূরক। তিনি বলেন, ‘আমি ফুটবল ভালোবাসি। উপভোগ করি। রেকর্ড তো এমনিই তৈরি হয়ে যায়। গোল করি স্বাভাবিকভাবে। এটা আমার ষষ্ঠ ইউরো কাপ। তাই যতটা সম্ভব টুর্নামেন্টটা ভালোভাবে উপভোগ করতে চাই। আমি ভালো খেলতে চাই। একইসঙ্গে দলের জয়ে অবদান রাখতে চাই। এ বার প্রয়োজন শুধু শুরুটা ভালো হওয়া। আমি ইউরোতে খেলার জন্য তৈরি। আমি ইউরোর জন্য নিজেকে তৈরি করেছি।’